তেহরানের মিলাদ টাওয়ারে জেনারেল কাসেম সোলাইমানি'র স্মরণসভা
https://parstoday.ir/bn/news/event-i145594-তেহরানের_মিলাদ_টাওয়ারে_জেনারেল_কাসেম_সোলাইমানি'র_স্মরণসভা
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) কুদস ফোর্সের সাবেক কমান্ডার শহীদ জেনারেল কাসেম সোলেইমানির শাহাদতের পঞ্চম বার্ষিকী উপলক্ষে গত ১ জানুয়ারি বুধবার তেহরানের মিলাদ টাওয়ারে একটি স্মরণসভা অনুষ্ঠিত হয়।
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
জানুয়ারি ০৪, ২০২৫ ১৬:৪৮ Asia/Dhaka
  • তেহরানের মিলাদ টাওয়ারে জেনারেল কাসেম সোলাইমানি'র স্মরণসভা

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) কুদস ফোর্সের সাবেক কমান্ডার শহীদ জেনারেল কাসেম সোলেইমানির শাহাদতের পঞ্চম বার্ষিকী উপলক্ষে গত ১ জানুয়ারি বুধবার তেহরানের মিলাদ টাওয়ারে একটি স্মরণসভা অনুষ্ঠিত হয়।

এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইআরজিসি'র কুদস ফোর্সের ডেপুটি কো-অর্ডিনেটর সরদার মাসজেদি, তেহরান সিটি করপোরেশনের মেয়র আলীরেজা জাকানি এবং শহীদদের পরিবারের সদস্যগণ।

ছবি তুলেছেন আইআরআইবি'র ফটোগ্রাফার আজাদ তুর্কমান।

তেহরান সিটি করপোরেশনের মেয়র আলীরেজা জাকানি

২০২০ সালের ৩ জানুয়ারি ইরাকের রাজধানী বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে সন্ত্রাসী মার্কিন বাহিনীর এক ড্রোন হামলায় জেনারেল সোলায়মানি শাহাদাতবরণ করেন। তিনি ইসরাইল বিরোধী প্রতিরোধ অক্ষের কাজ সমন্বয় করতে সিরিয়া সফর শেষে ইরাকের রাজধানী বাগদাদে পৌঁছার পরপরই তার ওপর হামলা চালানো হয়।#