পশ্চিম তীরে ব্যাপক সহিংসতা চালানোর আহ্বান ইসরাইলি মন্ত্রীর
গাজায় দুই ইসরাইলি সেনা নিহত, আরো দুই সেনার অবস্থা গুরুতর
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার উত্তরাঞ্চলের ইহুদিবাদী ইসরাইলের বর্বর সামরিক বাহিনীর আরো দুই সদস্য নিহত হয়েছে। এছাড়া, আরো দুই সেনা আহত হয়েছে যাদের অবস্থার গুরুতর।
টাইমস অব ইসরাইল জানিয়েছে, উত্তর গাজার বেইত হানুন এলাকায় হামাসের সামরিক শাখা ইজাদ্দিন আল-কাসসাম ব্রিগেডের হামলায় নাহল ব্রিগেডের এসব সেনা হতাহত হয়। নিহত দুই সেনার মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে যার নাম ক্যাপ্টেন এইতান ইসরাইল শিকনাজি। এই সেনা নাহল ব্রিগেডের ৯৩২তম ব্যাটালিয়নের ডেপুটি কোম্পানি কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করছিল। নিহত অপর সেনার নাম জানা না গেলেও টাইমস অফ ইসরাইল জানিয়েছে, পরবর্তীতে তার নাম প্রকাশ করা হবে।
এই দুই সেনা নিহত হওয়ার মধ্য দিয়ে গাজায় ইসরাইলের মোট ৩৯৭ জন সেনা নিহত হয়েছে বলে দখলদার সরকার দাবি করে। তবে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা বলছেন, গাজায় স্থল আগ্রাসন চালাতে গিয়ে ইসরাইলের অনেক বেশি সেনা নিহত হয়েছে।
এদিকে, গতকাল অধিকৃত পশ্চিম তীরের কেদুমিম ইহুদিবাদী বসতির কাছে ফিলিস্তিনিদের গুলিতে তিন ইসরাইলি নিহত এবং আটজন আহত হয়েছে। ইসরাইলের গণমাধ্যম জানিয়েছে, অন্তত দুই ফিলিস্তিনি বন্দুকধারী কয়েকটি প্রাইভেট কার এবং একটি বাস লক্ষ্য করে গুলি চালালে এই হতাহতের ঘটনা ঘটে। হামলার পর দুই বন্দুকধারী ঘটনাস্থল থেকে নিরাপদে চলে যায়।
এ ঘটনার পর ইসরাইলের উগ্রবাদী অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ ফিলিস্তিনিদের বিরুদ্ধে সর্বাত্মক সহিংসতা চালানোর জন্য ইসরাইলিদের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, পশ্চিম তীরের নাবলুস, আল-ফান্দুক এবং জেনিন শহরকে জাবালিয়া এলাকার মতো ধ্বংস করে দিতে হবে।#
পার্সটুডে/এসআইবি/৭
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।