বিশেষ গোষ্ঠী আতঙ্ক সৃষ্টি করছে বলে অভিযোগ
এইচএমপিভি ভাইরাস নিয়ে আতঙ্ক সৃষ্টিকারীদের সতর্ক করলেন মমতা
ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় বলেছেন, সাধারণ জ্বর নিয়েও একটি মহল এইচএমপিভি ভাইরাস বলে আতঙ্ক ছড়াচ্ছে। তিনি আশ্বাস দিয়ে বলেছেন, এই ভাইরাস মারাত্মক ক্ষতিকর কিছু নয়। এতে আতঙ্কিত হওয়ার মতো কিছু নেই।
আজ মঙ্গলবার হাওড়ার একটি স্টেডিয়ামে রাজ্যবাসীকে আশ্বস্ত করে মুখ্যমন্ত্রী বলেন, একটি বিশেষ চক্র এইচএমপিভি ভাইরাস নিয়ে উদ্দেশ্যমূলকভাবে আতঙ্ক ছড়াচ্ছে। এ বিষয়ে আতঙ্কিত না হওয়ার জন্য তিনি জনগণের প্রতি আহ্বান জানান। গতকালও একই বিষয়ে আশ্বস্ত করেন এবং তার সরকারের নেওয়া স্বাস্থ্যসাথী ব্যবস্থার প্রতি আস্থা রাখার কথা বলেছেন।
মুখ্যমন্ত্রী আরো বলেন, বিষয়টি নিয়ে স্বাস্থ্যবিষয়ক উচ্চ স্তরে আলোচনা হয়েছে। প্রয়োজন হলে আমরা জানাব তবে এটা নিয়ে উদ্বেগের কিছু নেই। তিনি করোনাকালের কঠিন সময়ের কথা উল্লেখ করে বলেছেন, রাজ্যপ্রশাসন মানুষের সেবায় সর্বদা নিয়োজিত।
উল্লেখ্য, সম্প্রতি কর্ণাটকে দুটি, গুজরাটের একটি, তামিলনাড়ুর দুটি ও কলকাতার একটি শিশুর শরীরে এইচএমপিভির সংক্রমণ ধরা পড়েছে। #
পার্সটুডে/জিএআর/৭