জেনারেল হায়দারির ঘোষণা
ইরানের সেনাবাহিনীতে যুক্ত হচ্ছে নতুন ১,০০০ কৌশলগত ড্রোন
ইরানের সেনাবাহিনীতে অচিরেই নতুন ১,০০০ কৌশলগত ড্রোন যুক্ত করা হচ্ছে বলে খবর দিয়েছে এই বাহিনী। এটি বলেছে, এর মাধ্যমে দেশের প্রতিরক্ষা সক্ষমতা শক্তিশালী হবে।
ইরানের সেনাবাহিনীর গণসংযোগ অধিদপ্তর বৃহস্পতিবার জানিয়েছে, দেশের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সহযোগিতায় উৎপাদিত ড্রোনগুলো আগামী কয়েক দিনের মধ্যে সেনাবাহিনীতে যুক্ত হবে।
ইরানের সেনাবাহিনীর স্থলবিভাগের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কিউমার্স হায়দারি বৃহস্পতিবার এক অনুষ্ঠানে বলেন, তার বাহিনী হাজার হাজার ড্রোনসহ অন্যান্য অত্যাধুনিক সামরিক সরঞ্জাম গ্রহণ ও সেগুলো ব্যবহার করার সক্ষমতা অর্জন করেছে।
ইরানের নতুন এ কৌশলগত ড্রোনের চারটি জরুরি সক্ষমতা রয়েছে বলে জানান জেনারেল হায়দারি। তিনি বলেন, এসব সক্ষমতা হচ্ছে দূরপাল্লা, নিখুঁত হামলা চালানোর ক্ষমতা, গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং নেটওয়ার্ক ওরিয়েন্টেশন।
ইরান সাম্প্রতিক বছরগুলোতে নিজের ড্রোন সক্ষমতা উল্লেখযোগ্য মাত্রায় শক্তিশালী করেছে। দেশটি পাইলটবিহীন বিমান বা ড্রোন তৈরি করার প্রযুক্তিতে পশ্চিম এশিয়া অঞ্চলের পাশাপাশি আরো বহু অঞ্চলে শীর্ষস্থানীয় দেশে পরিণত হয়েছে।#
পার্সটুডে/এসআই/জিএআর/ ১০