'গাজায় নিহতের সংখ্যা প্রকাশিত পরিসংখ্যানের চেয়ে ৪০ শতাংশ বেশি'
(last modified Fri, 10 Jan 2025 10:58:50 GMT )
জানুয়ারি ১০, ২০২৫ ১৬:৫৮ Asia/Dhaka
  • গাজার খান ইউনুসে ইসরাইলি হামলায় শহীদ ১৮ মাসের এক শিশুকে দাফন করতে নিয়ে যাচ্ছেন তার চাচা, ৫ ডিসেম্বর,২০২৪
    গাজার খান ইউনুসে ইসরাইলি হামলায় শহীদ ১৮ মাসের এক শিশুকে দাফন করতে নিয়ে যাচ্ছেন তার চাচা, ৫ ডিসেম্বর,২০২৪

ব্রিটেনের ল্যান্সেট চিকিৎসা সাময়িকী ল্যান্সেট জানিয়েছে গাজায় যুদ্ধের প্রথম নয় মাসে নিহতের যে সংখ্যা ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় প্রকাশ করেছে বাস্তবে এই সংখ্যা তার চেয়ে ৪০ শতাংশ বেশি। 

দ্য ল্যান্সেট মেডিকেল জার্নাল আজ জানিয়েছে গাজার জনসংখ্যার প্রতি ৩৫ জনের একজন গত জুলাই মাসের শেষ নাগাদ পর্যন্ত নিহত হয়েছে যা সেখানকার জনসংখ্যার প্রায় দুই দশমিক নয় শতাংশ। 

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসেব অনুযায়ী গত বছরের ৩০ জুন পর্যন্ত সময়ে গাজা যুদ্ধে নিহতের সংখ্যা ছিল ৩৭  হাজার ৮৭৭ জন। 

কিন্তু ল্যান্সেটের গবেষণা বা তদন্ত অনুযায়ী গাজায় ইসরাইলি হামলায় নিহতের সর্বমোট সংখ্যা প্রায় ৬৪ হাজার ২৬০ জন যা গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের রিপোর্টের তুলনায় ৪১ শতাংশ বেশি। হাজার হাজার ব্যক্তি ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকায় তাদেরকে নিখোঁজের মধ্যে ধরা হচ্ছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী গাজায় একই সময়ে আহতের সংখ্যা এক লাখেরও বেশি। #

পার্সটুডে/এমএএইচ/১০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।