ভেনিজুয়েলার প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন নিকোলাস মাদুরো
https://parstoday.ir/bn/news/event-i145838
ভেনিজুয়েলার প্রেসিডেন্ট হিসেবে তৃতীয় মেয়াদে শপথ নিয়েছেন নিকোলাস মাদুরো। ২০১৩ সাল থেকে নিকোলাস মাদুরো ভেনিজুয়েলার প্রেসিডেন্ট।
(last modified 2025-07-09T12:00:31+00:00 )
জানুয়ারি ১১, ২০২৫ ১৪:১৫ Asia/Dhaka
  • মাদুরো
    মাদুরো

ভেনিজুয়েলার প্রেসিডেন্ট হিসেবে তৃতীয় মেয়াদে শপথ নিয়েছেন নিকোলাস মাদুরো। ২০১৩ সাল থেকে নিকোলাস মাদুরো ভেনিজুয়েলার প্রেসিডেন্ট।

গত বছরের ২৮ জুলাই অনুষ্ঠিত নির্বাচনে দেশটির নির্বাচন কমিশন ও সুপ্রিম কোর্ট মাদুরোকে বিজয়ী ঘোষণা করে। নির্বাচনে মাদুরো ৫২ শতাংশ ভোট পান।

প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়ে মাদুরো বলেছেন, নতুন মেয়াদ হবে শান্তির যুগ। গত নির্বাচনের পর কারচুপির অভিযোগ করেছিল সরকার বিরোধীরা। সে সময় বিরোধীদের অভিযোগের বিষয়ে মাদুরো বলেছিলেন, ‘আমরা এই চলচ্চিত্র বহু আগেই দেখেছি। চরম ডানপন্থীদের পদক্ষেপ। এই কৌশলটি প্রথম ২০ বছর আগে দেখা গিয়েছিল। তারা ফলাফলকে কলঙ্কিত করার জন্য প্রতারণার দাবি করে প্রেস বিজ্ঞপ্তি জারি করেছিল।'

দীর্ঘ ২৫ বছর ভেনিজুয়েলার ক্ষমতায় আছে সমাজতন্ত্রী পিএসইউভি পার্টি। হুগো চ্যাভেজের নেতৃত্বে দলটি প্রথম ক্ষমতায় আসে। চ্যাভেজ ক্যানসারে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করার পর ২০১৩ সাল থেকে ভেনিজুয়েলার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন মাদুরো।

ভেনিজুয়েলা প্রথম থেকে আমেরিকার সাম্রাজ্যবাদী নীতির বিরোধিতা করে আসছে।#

পার্সটুডে/এসএ/১১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন