পেয়ারি দিদি’র পর বেকারদের মাসিক ৮৫০০ টাকার প্রতিশ্রুতি কংগ্রেসের
(last modified Sun, 12 Jan 2025 11:08:07 GMT )
জানুয়ারি ১২, ২০২৫ ১৭:০৮ Asia/Dhaka
  • পেয়ারি দিদি’র পর বেকারদের মাসিক ৮৫০০ টাকার প্রতিশ্রুতি কংগ্রেসের

ভারতের  আসন্ন দিল্লি বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সেখানকার যুবকদের জন্য 'যুবা উড়ান' যোজনার প্রতিশ্রুতি দিল কংগ্রেস। হাত শিবির বলেছে, যদি তারা বিধানসভা নির্বাচনে বিজয়ী হয় তাহলে  যুবা উড়ান প্রকল্পের মাধ্যমে প্রত্যেক বেকার যুবককে মাচে ৮ হাজার ৫০০ টাকা করে ভাতা দেবে।

আজ (রোববার) সংবাদ সম্মেলনে এই প্রকল্পের ঘোষণা দেন দিল্লির নির্বাচনি সেলের দায়িত্বে থাকা কংগ্রেস নেতা শচীন পাইলট।

তিনি বলেন, 'আগামী ৫ ফেব্রুয়ারি দিল্লিতে নয়া সরকার গঠিত হতে যাচ্ছে। সেই লক্ষ্যে কংগ্রেসের পক্ষ থেকে দিল্লির যুবকদের জন্য নয়া ' যুব উড়ান' প্রকল্প গ্রহণের সিদ্ধান্ত নিয়েছি।

শিক্ষিত অথচ এক বছর ধরে বেকার এমন যুবকরা এই প্রকল্পের আওতায় পড়বেন। এটা শুধু আর্থিক সাহায্য নয়, যে ক্ষেত্রে তারা প্রশিক্ষিত সেই সব ক্ষেত্রে তাদের নিয়োগ করার চেষ্টা করবে আমাদের সরকার।'

নির্বাচনি প্রতিশ্রুতি: পিয়ারি দিদি

সম্প্রতি দিল্লির মহিলাদের জন্য ‘পেয়ারি দিদি’ প্রকল্পের ঘোষণাও করেছে কংগ্রেস। বাংলার লক্ষ্মীর ভাণ্ডারের অনুকরণে গত সপ্তাহে এই প্রকল্পের ঘোষণা করে কর্নাটকের উপমুখ্যমন্ত্রী ডিকে শিবকুমার জানিয়েছিলেন,'এবারের নির্বাচনে দিল্লিতে নিশ্চিত জয় পেতে চলেছে কংগ্রেস। আমরা নির্বাচনে জয়ের পর সরকার গঠন করেই মহিলাদের জন্য ‘পেয়ারি দিদি যোজনা’ প্রকল্প চালু করব। যেখানে প্রতিমাসে রাজ্যের মহিলাদের ২৫০০ টাকা করে ভাতা দেওয়া হবে। যেমনটা আমরা কর্নাটকে চালু করেছি।

উল্লেখ্য, নির্বাচনকে সামনে রেখে সব রাজনৈতিক দল নানামুখী প্রতিশ্রুতি দিচ্ছে। এর আগে ১৮ বছরের উর্ধ্বে সব নারীকে মাসে এক হাজার টাকা ভাতা দেওয়ার ঘোষণা করেছে আপ সরকার। শুধু তাই নয়, ক্ষমতায় এলে এই টাকার অঙ্ক হাজার থেকে বাড়িয়ে মাসে ২১০০ টাকা করে দেওয়া হবে বলেও ঘোষণা করা হয়েছে। তবে এই নির্বাচনি প্রতিশ্রুতির লড়াইয়ে বিজেপির ইশতেহার এখনও প্রকাশ্যে আসেনি। তবে বলা হচ্ছে, তারাও নানা লোভনীয় নির্বাচনি প্রতিশ্রুতি দিতে পারে।#

পার্সটুডে/জিএআর/১২