হামাসের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি হলে পদত্যাগ করবেন ইসরাইলি মন্ত্রী!
https://parstoday.ir/bn/news/event-i145940-হামাসের_সঙ্গে_যুদ্ধবিরতি_চুক্তি_হলে_পদত্যাগ_করবেন_ইসরাইলি_মন্ত্রী!
দখলদার ইসরাইলের অভ্যন্তরীণ নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ইতমার বিন গাভির হুমকি দিয়ে বলেছেন, ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি সই হলে তিনি পদত্যাগ করবেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জানুয়ারি ১৪, ২০২৫ ১৭:১৪ Asia/Dhaka
  • বেন গাভির
    বেন গাভির

দখলদার ইসরাইলের অভ্যন্তরীণ নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ইতমার বিন গাভির হুমকি দিয়ে বলেছেন, ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি সই হলে তিনি পদত্যাগ করবেন।

তিনি এক বিবৃতিতে দাবি করেছেন, দখলদার ইসরাইল এবং হামাসের মধ্যে সম্ভাব্য যুদ্ধবিরতি চুক্তি ইসরাইলের নিরাপত্তার পাশাপাশি গাজার বাসিন্দাদের নিরাপত্তার জন্যও গুরুতর হুমকি সৃষ্টি করবে।

চরমপন্থী বেন গাভির দাবি করেন, বন্দীদের ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত হবে হুমকিপূর্ণ। ইসরাইলিদেরকে  এই সিদ্ধান্তের জন্য কঠিন মূল্য দিতে হবে। বেন গাভির ইসরাইলি প্রধানমন্ত্রীকে বলেন, চুক্তিটি বাস্তবায়িত হলে তার দল সরকারে থাকবে না, মন্ত্রিসভা থেকে পদত্যাগ করবে।

এই মন্ত্রী বলেন, গত এক বছরে রাজনৈতিক চাপের মাধ্যমে বারবার যুদ্ধবিরতির চুক্তি প্রতিরোধ করতে তিনি ভূমিকা রেখেছেন এবং তিনি নেতানিয়াহুকে গাজায় সব ধরণের সহায়তা, জ্বালানি ও পানি প্রবাহ বন্ধ করতে বলেছেন। হামাস পুরোপুরি পরাজিত না হওয়া পর্যন্ত সামরিক অভিযান চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন এই উগ্রবাদী মন্ত্রী।

ইসরাইলের চরমপন্থী অর্থমন্ত্রী বেজালেল স্মোটরিচও হামাসের সঙ্গে সম্ভাব্য চুক্তিকে ইসরাইলের জাতীয় নিরাপত্তার জন্য 'বিপর্যয়' বলে অভিহিত করেছেন। তিনিও হামাসকে পরাজিত করে বন্দীদের ফেরত আনতে বলেছেন।

পার্সটুডে/এসএ/১৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।