কৌশলগত অংশীদারিত্ব চুক্তি সই করতে রাশিয়া সফরে যাচ্ছেন পেজেশকিয়ান
(last modified Wed, 15 Jan 2025 03:44:22 GMT )
জানুয়ারি ১৫, ২০২৫ ০৯:৪৪ Asia/Dhaka
  • কৌশলগত অংশীদারিত্ব চুক্তি সই করতে রাশিয়া সফরে যাচ্ছেন পেজেশকিয়ান

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের আসন্ন রাশিয়া সফরে দু’দেশের মধ্যে একটি ব্যাপকভিত্তিক কৌশলগত অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষরিত হবে বলে খবর দিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। তিনি বলেছেন, এই চুক্তি দু’দেশের নিরাপত্তা নিশ্চিত করবে কিন্তু তৃতীয় কোনো দেশের স্বার্থকে ক্ষতিগ্রস্ত করবে না।

ল্যাভরভ ইরানের সরকারি বার্তা সংস্থা ইরনাকে দেয়া এক বিশেষ সাক্ষাৎকারে এ তথ্য তুলে ধরে বলেছেন, প্রেসিডেন্ট পেজেশকিয়ান আগামী শুক্রবার মস্কো সফরে যাচ্ছেন। তিনি বলেন, উত্তর কোরিয়ার সঙ্গে রাশিয়ার সাম্প্রতিক চুক্তির মতো ইরানের সঙ্গে আসন্ন চুক্তিও তৃতীয় কোনো দেশের ক্ষতি করবে না।

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী বলেন, অর্থনৈতিক খাতে ইরানের সঙ্গে তার দেশের যে সহযোগিতা রয়েছে তা শক্তিশালী ও গতিশীল করার জন্যই কৌশলগত অংশীদারিত্ব চুক্তি সই হতে যাচ্ছে।  চুক্তিতে দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে সামাজিক বিষয়াদিও সংযুক্ত থাকবে বলে তিনি উল্লেখ করেন।

এদিকে রুশ প্রেসিডেন্টের আবাসিক দপ্তর ক্রেমলিন এক বিবৃতিতে জানিয়েছে, আগামী ১৭ জানুয়ারি (শুক্রবার) প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মস্কোয় ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে বৈঠকে মিলিত হবেন।

এর আগে সোমবার মস্কোয় নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত কাজেম জালালি বলেছিলেন, রাশিয়ার সঙ্গে আসন্ন চুক্তিতে ইরানের স্বাধীনতা ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষা করার বিষয়টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া হয়েছে। চুক্তিতে একটি ভূমিকা ও ৪৭টি অধ্যায় রয়েছে বলেও তিনি জানান।

জালালি বলেন, ইরান ও রাশিয়া এর আগে ২০০১ সালে একটি ব্যাপকভিত্তক চুক্তি করেছিল এবং ২০ বছরের ওই চুক্তির মেয়াদ ২০২১ সালে শেষ হয়ে যায়। সেই চুক্তি পাঁচ বছরের জন্য স্বয়ংক্রিয়ভাবে নবায়ন হয়ে গেছে জানিয়ে ইরানি রাষ্ট্রদূত বলেন, আসন্ন চুক্তি স্বাক্ষরিত হলে আগেরটির কার্যকারিতা শেষ হয়ে যাবে।#

 পার্সটুডে/এমএমআই/১৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।