শিল্পের মাধ্যমে শহীদদের বৈশিষ্ট্যগুলো ফুটিয়ে তুলতে হবে: ইরানের সর্বোচ্চ নেতা
-
সর্বোচ্চ নেতা
ইরানের কাশানের ১,৮৮০ জন শহীদের স্মরণে আয়োজিত জাতীয় কংগ্রেসের সঙ্গে জড়িত কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ীর দেওয়া বক্তব্য প্রকাশিত হয়েছে। গত ১৫ জানুয়ারি তেহরানে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
এই বৈঠকে আয়াতুল্লাহ খামেনেয়ী কাশানকে আলেম, ফকিহ, সংগ্রামী এবং শিল্পীদের লালনকারী শহর হিসেবে অভিহিত করেছেন। তিনি উপনিবেশবাদী ব্রিটিশদের বিরুদ্ধে লড়াইয়ে ভূমিকা পালনকারী ব্যক্তিত্বদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এই ক্ষেত্রে ভূমিকা পালনকারী এই শহরেরই সংগ্রামী ও সাহসী আলেম মরহুম আয়াতুল্লাহ কাশানির কথা স্মরণ করেন।
তিনি সাংস্কৃতিক ও শৈল্পিক কাজে শহীদদের আচরণগত বৈশিষ্ট্য তুলে ধরার আহ্বান জানিয়ে বলেন, শহীদদের নিঃস্বার্থতা, ত্যাগ, তরুণ যোদ্ধাদের আন্তরিক এবাদত-বন্দেগি, আল্লাহর প্রতি আনুগত্য, ইসলাম ও বিপ্লবের নীতি ও শ্লোগানের প্রতি সম্মান প্রদর্শনের মতো বিষয়গুলো জাতির জন্য সব সময় প্রয়োজন। শৈল্পিক কাজ এবং মানসম্পন্ন চলচ্চিত্র, কবিতা ও চিত্রকলার মাধ্যমেই কেবল এই চেতনা ফুটিয়ে তোলা সম্ভব।#
পার্সটুডে/এসএ/২৪
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।