পারস্য উপসাগরে চালানো নৌমহড়ায় বহিঃশক্তিগুলোকে হুঁশিয়ারি দিল ইরান
https://parstoday.ir/bn/news/event-i146290-পারস্য_উপসাগরে_চালানো_নৌমহড়ায়_বহিঃশক্তিগুলোকে_হুঁশিয়ারি_দিল_ইরান
দক্ষিণ ইরানের বুশেহর ও খুজিস্তান প্রদেশে পানিসীমায় বিস্তৃত নৌমহড়া চালিয়েছে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র নৌবাহিনী। শুক্রবার এই বাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আলীরেজা তাংসিরির উপস্থিতিতে পারস্য উপসাগরের উত্তর ও মধ্য অংশে এই মহড়া চালানো হয়।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জানুয়ারি ২৫, ২০২৫ ১০:৪৩ Asia/Dhaka
  • পারস্য উপসাগরে চালানো নৌমহড়ায় বহিঃশক্তিগুলোকে হুঁশিয়ারি দিল ইরান

দক্ষিণ ইরানের বুশেহর ও খুজিস্তান প্রদেশে পানিসীমায় বিস্তৃত নৌমহড়া চালিয়েছে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র নৌবাহিনী। শুক্রবার এই বাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আলীরেজা তাংসিরির উপস্থিতিতে পারস্য উপসাগরের উত্তর ও মধ্য অংশে এই মহড়া চালানো হয়।

এ সম্পর্কে অ্যাডমিরাল তাংসিরি সাংবাদিকদের বলেন, প্রতিবেশী দেশগুলোর কাছে শান্তি ও বন্ধুত্বের বার্তা পাঠানো এবং পারস্য উপসাগরে নিরাপত্তা প্রতিষ্ঠা করা এ মহড়া চালানোর প্রধান উদ্দেশ্য।

আইআরজিসির নৌকমান্ডার বলেন, “আমরা আমাদের প্রতিবেশী দেশগুলোসহ স্পর্শকাতর পারস্য উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে সক্ষম এবং যেকোনো হুমকির বিরুদ্ধে আমরা কঠোর অবস্থানে থাকব।”

অ্যাডমিরাল তাংসিরি আরো বলেন, “এই মহড়ার আরেকটি বার্তা থাকবে বহিঃশক্তিগুলোর প্রতি। তাদেরকে একথা জানান দেয়া উদ্দেশ্য যে, পারস্য উপসাগরীয় অঞ্চলে তাদের উপস্থিতি এ অঞ্চলের নিরাপত্তা বিঘ্নিত করে এবং তারা এই স্পর্শকাতর অঞ্চলে টেকসই নিরাপত্তা প্রতিষ্ঠা করতে পারবে না।” তিনি শক্ত হাতে শত্রুর সব ধরনের ষড়যন্ত্র নস্যাত করে দেয়ার প্রত্যয় জানান।

এ নৌমহড়ায় নতুন নতুন প্রযুক্তি উন্মোচন করা হবে- জানিয়ে তাংসিরি বলেন, প্রতি বছর, এসব মহড়ায় নতুন নতুন জাহাজ ও প্রযুক্তি অন্তর্ভুক্ত করা হয় এবং এই বছর, আমরা ৭৫ ও ৯০ নটিক্যাল মাইল গতিসম্পন্ন জাহাজ মোতায়েন করতে যাচ্ছি যেগুলো ক্ষেপণাস্ত্র ও মাইন নিক্ষেপ করতে সক্ষম।#

 পার্সটুডে/এমএমআই/২৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।