ইসরাইলি আগ্রাসনের পরিকল্পনা ব্যর্থ করতে ৭ অক্টোবরের আগাম হামলা চালানো হয়: হামাস
https://parstoday.ir/bn/news/event-i146330-ইসরাইলি_আগ্রাসনের_পরিকল্পনা_ব্যর্থ_করতে_৭_অক্টোবরের_আগাম_হামলা_চালানো_হয়_হামাস
ফিলিস্তিনি জনগণ ও তাদের পবিত্র স্থানগুলো রক্ষা করার জন্য ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরাইলের অভ্যন্তরে ‘আগাম হামলা’ চালানো হয়েছিল বলে জানিয়েছেন একজন সিনিয়র হামাস কর্মকর্তা।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জানুয়ারি ২৬, ২০২৫ ১০:৫১ Asia/Dhaka
  • ইসরাইলি আগ্রাসনের পরিকল্পনা ব্যর্থ করতে ৭ অক্টোবরের আগাম হামলা চালানো হয়: হামাস

ফিলিস্তিনি জনগণ ও তাদের পবিত্র স্থানগুলো রক্ষা করার জন্য ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরাইলের অভ্যন্তরে ‘আগাম হামলা’ চালানো হয়েছিল বলে জানিয়েছেন একজন সিনিয়র হামাস কর্মকর্তা।

তিনি বলেছেন, ইসরাইল একটি বড় ধরনের হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে- গোয়েন্দা সূত্রে এমন তথ্য পাওয়ার পরই আল-আকসা তুফান অভিযান পরিচালনা করার সিদ্ধান্ত নেয়া হয়।

হামাসের সামরিক বাহিনী আল-কাসসাম ব্রিগেডের সামরিক কাউন্সিলের সিনিয়র সদস্য ইজ্জাদ্দিন আল-হাদাদ শনিবার কাতারের আল-জাযিরা নিউজ চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে একথা জানান।

তিনি বলেন, গাজার ওপর ইসরাইলি ভয়াবহ অবরোধের প্রতিবাদে এবং এই উপত্যকায় স্থল অভিযান চালানোর ইসরাইলি পরিকল্পনা প্রতিহত করতে ওই আগাম হামলা চালানো হয়েছিল।

হাদাদ বলেন, গাজা অবরোধ করে আমাদের জনগণকে ক্রমাগত মৃত্যুর দিকে ঠেলে দেয়া হচ্ছিল। এ পরিস্থিতি চেয়ে চেয়ে দেখার কোনো সুযোগ ছিল না। কাজেই আমাদের জনগণ, তাদের পবিত্র স্থাপনাগুলো এবং প্রতিরোধ ফ্রন্টকে রক্ষা করার জন্য আমরা নজিরবিহীন আগাম হামলা তথা আল-আকসা তুফান অভিযান চালিয়েছিলাম।

হামাসের এই সিনিয়র কমান্ডার বলেন, ফিলিস্তিনি জনগণকে রক্ষা করার সবগুলো পথ বন্ধ হয়ে যাওয়ার পরই কেবল আমরা সামরিক উপায় অবলম্বন করতে বাধ্য হয়েছি। তিনি জানান, গাজার শীর্ষ পর্যায়ের সামরিক নেতৃত্ব ২০২৩ সালের ১ অক্টোবর থেকে নিরবচ্ছিন্ন শলাপরামর্শ শেষে  এক পর্যায়ে ৭ অক্টোবর অভিযান চালানোর বিষয়টি চূড়ান্ত করেন।#

 পার্সটুডে/এমএমআই/২৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।