ইয়েমেনের আনসারুল্লাহকে 'সন্ত্রাসী' আখ্যা দেয়ায় যুক্তরাষ্ট্রের নিন্দা জানিয়েছে হামাস
(last modified Sun, 26 Jan 2025 06:53:17 GMT )
জানুয়ারি ২৬, ২০২৫ ১২:৫৩ Asia/Dhaka
  • ইয়েমেনের আনসারুল্লাহকে 'সন্ত্রাসী' আখ্যা দেয়ায় যুক্তরাষ্ট্রের নিন্দা জানিয়েছে হামাস

ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলনকে 'সন্ত্রাসী' হিসেবে চিহ্নিত করায় নতুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্তের নিন্দা জানিয়েছে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস।

ইরানের বার্তাসংস্থা ইসনার উদ্ধৃতি দিয়ে সাহাব নেটওয়ার্ক জানিয়েছে, গাজার জনগণের প্রতি আনসারুল্লাহ আন্দোলনের সমর্থনের কারণে, হামাস আনসারুল্লাহকে সন্ত্রাসী তালিকায় অন্তর্ভুক্ত করার মার্কিন সিদ্ধান্তকে প্রতিশোধমূলক পদক্ষেপ বলে মনে করছে।

হামাস জানিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র এই অঞ্চলে স্থিতিশীলতা ও নিরাপত্তা প্রতিষ্ঠার যে দাবি করছে আনসারুল্লাহর বিরুদ্ধে এই সিদ্ধান্ত ওই দাবির সাথে সঙ্গতিপূর্ণ নয়।

হামাস জোর দিয়ে বলেছে যে ইহুদিবাদী ইসরাইল হামলা, নৃশংসা এবং সম্প্রসারণকামী নীতি অব্যাহত রাখায় এ অঞ্চলে উত্তেজনা বিরাজ করছে।  

হামাস ইয়েমেনের আনসারুল্লাহর বিরুদ্ধে এই অন্যায্য সিদ্ধান্ত থেকে সরে আসার এবং দখলদার ইসরাইলের প্রতি সমর্থন দেয়া থেকে বিরত থাকার জন্য মার্কিন সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেছে এর অন্যথায় এই অঞ্চলে আরও উত্তেজনা ও অস্থিতিশীলতা সৃষ্টি হবে।

২০২৩ সালের অক্টোবরে ইসরাইল গাজার জনগণের বিরুদ্ধে হত্যাকাণ্ড শুরু করার পর যুদ্ধবিরতি প্রতিষ্ঠার আগ পর্যন্ত, ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলন ফিলিস্তিনি জনগণের সমর্থনে ইসরাইলের বিরুদ্ধে লড়াই করেছে এবং তাদের উপর সামরিক আঘাত হেনেছে।

ইয়েমেনের হুথি যোদ্ধারা একের পর এক ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে ইসরাইলের সামরিক অবস্থানে হামলা চালায়। এর আগে, ইয়েমেনের ঊর্ধ্বতন রাজনৈতিক কর্মকর্তারা গাজার জনগণের প্রতি দেশটির সশস্ত্র বাহিনীর সমর্থনের প্রশংসা করে বলেছিলেন যে হানাদাররা ইয়েমেনি জাতিকে পরাজিত করতে পারবে না।#

পার্সটুডে/রেজওয়ান হোসেন/২৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।