পশ্চিম তীরে ইসরাইলি সেনার গুলিতে আড়াই বছর বয়সী ফিলিস্তিনি শিশু নিহত
-
লায়লা মোহাম্মদ আয়মান আল–খাতিব
অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরের জেনিন শহরে বর্বর ইসরাইলি সেনার গুলিতে আড়াই বছর বয়সী এক ফিলিস্তিনি কন্যা-শিশু নিহত হয়েছে।
ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, শনিবার গভীর রাতে জেনিনের মুথালাথ আশ-শুহাদা গ্রামে তল্লাশি চালানোর সময় এক ইসরাইলি সেনা লায়লা মোহাম্মদ আয়মান আল–খাতিব নামের শিশুটির মাথায় গুলি করে। গুরুতর আহত অবস্থায় তাকে ফিলিস্তিনি রেডক্রিসেন্ট সোসাইটির একটি অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।
টাইমস অব ইসরাইলের প্রতিবেদনে বলা হয়েছে, অভিযানের সময় লায়লার সন্তানসম্ভবা মা–ও আহত হয়েছেন। তবে তাঁর আঘাত গুরুতর নয়।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ইসরাইলি বিশেষ বাহিনী শনিবার সন্ধ্যার দিকে জোর করে ওই গ্রামে প্রবেশ করে একটি বাড়ি ঘেরাও করে। দখলদার বাহিনী বাড়ির চারপাশে স্নাইপার মোতায়েন করে এবং লাউডস্পিকারের মাধ্যমে বাসিন্দাদের বেরিয়ে আসার নির্দেশ দেয়।
গত সপ্তাহে ইসরাইল ও হামাসের মধ্যে গাজায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে অধিকৃত পশ্চিম তীরের জেনিনে কমপক্ষে ১৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।#
পার্সটুডে/এমএআর/২৬