ঘরে ফিরতে অনড় লেবাননিরা
ইসরাইল-লেবানন যুদ্ধবিরতির মেয়াদ ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়লো
-
দক্ষিণ লেবাননের সীমান্তের কাছে একটি এলাকায় ইসরাইলি গুলি বর্ষণে আহত এক নাগরিককে নিরাপদ স্থানে নিয়ে যাচ্ছেন একদল প্রতিবেশী এলাকাবাসী
ইহুদিবাদী ইসরাইল এবং লেবাননের মধ্যে যুদ্ধবিরতির সময়সীমা আগামী ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে।
গতকাল (রোববার) মার্কিন প্রেসিডেন্টের দপ্তর হোয়াইট হাউস থেকে আনুষ্ঠানিকভাবে এক বিবৃতি প্রকাশের মধ্য দিয়ে এই ঘোষণা দেয়া হয়। বিবৃতিতে বলা হয়েছে, ইসরাইল এবং লেবানন আগামী ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত যুদ্ধবিরতি কার্যকর রাখতে সম্মত হয়েছে।
বিবৃতিতে আরো বলা হয়েছে, ২০২৩ সালের ৭ অক্টোবরের পর থেকে লেবাননের যেসব নাগরিককে অপহরণ করা হয়েছে তাদের দেশে ফেরার বিষয়ে লেবানন, ইসরাইল এবং আমেরিকা আলোচনা করবে। লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাতি যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, লেবানন এই সিদ্ধান্তের প্রতি সম্মান জানাবে।
গত নভেম্বর মাসে যুদ্ধবিরতি চুক্তি হয়েছিল এবং তাতে দক্ষিণ লেবানন থেকে ২৬ জানুয়ারির মধ্যে ইসরাইলি সেনা প্রত্যাহারের কথা ছিল। গতকাল সেই সময়সীমা শেষ হলেও ইসরাইল পুরোপুরিভাবে সেনা প্রত্যাহার করেনি।
দক্ষিণ লেবানন থেকে উদ্বাস্তু হয়ে যাওয়া লোকজন গতকাল নিজেদের ঘরবাড়িতে ফিরে আসার চেষ্টা করলে তাদের ওপর গুলি চালায় ইহুদিবাদী সেনারা। এতে অন্তত ২২ জন বেসামরিক নাগরিক নিহত এবং ১২০ জন আহত হয়েছেন।#
পার্সটুডে/এসআইবি/২৭
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।