'জ্ঞান-বিজ্ঞানে অগ্রগতির ধারা বজায় রাখতে হবে'
-
হুজ্জাতুল ইসলাম সাইয়্যেদ মোহাম্মাদ হাসান তোরাবিফার্দ
ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রভাবশালী আলেম হুজ্জাতুল ইসলাম সাইয়্যেদ মোহাম্মাদ হাসান তোরাবিফার্দ বলেছেন, ইরানের সর্বোচ্চ নেতা শক্তি-সামর্থ্য গড়ে তোলার জন্য জ্ঞান-বিজ্ঞানে উন্নতির ওপর জোর দিয়েছেন। তার মতে ইসলামী বিপ্লবের সবচেয়ে মূল্যবান অর্জন হলো জ্ঞান-বিজ্ঞানে উন্নতি।
আজ তেহরানে জুমার নামাজের খুতবায় তিনি এ কথা বলেন। আজ থেকে ইরানে ইসলামী বিপ্লব বার্ষিকী ১০ দিনব্যাপী অনুষ্ঠানমালা শুরু হয়েছে।
১৯৭৯ সালের এই দিনে ইরানের ইসলামী বিপ্লবের রূপকার ইমাম খোমেনী (রহ.) নির্বাসন থেকে ইরানের ফিরে আসেন। এ কারণে আজ তেহরানের প্রধান জুমার নামাজ অনুষ্ঠিত হয় হজরত ইমাম খোমেনী (রহ.)'র মাজার কমপ্লেক্সে। সেখানে জুমার ইমাম আবু তোরাবিফার্দ আরও বলেন, ইসলামী ইরান জ্ঞান-বিজ্ঞানে যে উন্নতি সাধন করেছে সেটার ভিত্তি স্থাপন করে গেছেন এবং এই পথ ধরেই ইরান উজ্জ্বল ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছে।
জুমার খতিব প্রতিরোধ সংগ্রামের বিজয়ে গাজার ধৈর্যশীল ও ঈমানদার জনগণকে অভিনন্দন জানান এবং গাজাবাসীর প্রতিরোধের প্রশংসা করেন। ইরানের ইসলামী বিপ্লব প্রসঙ্গে তিনি বলেন, বিশ্বের স্বৈরাচারী উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদের বিরুদ্ধে ইমাম খোমেনী (রহ.) যে বিপ্লব সাধন করেন তা পশ্চিমা মডেলের বিরপীতে ধর্ম ও কুরআন ভিত্তিক এক জীবন ব্যবস্থা সবার সামনে তুলে ধরেছে।#
পার্সটুডে/এসএ/৩১
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।