সুনামগঞ্জে জামায়াত আমির:
'ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার আমলের সব অপকর্মের বিচার করতে হবে'
-
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান
জাতিকে কলঙ্ক মুক্ত করার জন্য ফ্যাসিবাদের দোসরদের বিচারের আওতায় আনা দরকার বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, 'আমরা অতীত নিয়ে পড়ে থাকতে চাই না। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার আমলের গণহত্যা, খুন, গুমসহ সব অপকর্মের বিচার করতে হবে।'
আজ (শনিবার) দুপুরে সুনামগঞ্জ শহরের সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় মাঠে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, বিগত ফ্যাসিবাদী আমলে আমাদের সবগুলো অফিস সিলগালা করে দেওয়া হয়েছিল। আমাদের নেতাকর্মীদের ঘর থেকে তুলে নিয়ে গুম. খুন. নির্যাতন করা হয়েছে। আমাদের নেতাদেরকে বিচারের নামে ফাসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছে। কিন্তু আমরা তাদের প্রতি প্রতিশোধে বিশ্বাসী নই। তবে জাতিকে কলঙ্ক মুক্ত করার জন্য ফ্যাসিবাদের দোসরদের বিচারের আওতায় আনা দরকার।
তিনি বলেন, জামায়াত একটি আদর্শবাদী সংগঠন। আমাদের নেতারা বালু মহাল, জল মহাল, হাটবাজার দখলে জড়িয়ে পরে না। তারা চাঁদাবাজি, টেন্ডারবাজি, লুটপাটে বিশ্বাসী নয়। তার জানে এসব কাজ হারাম। এটাই জামায়াতের নৈতিক শিক্ষা।
তিনি বলেন, জুলাই বিপ্লবের প্রতি শ্রদ্বাশীল হয়ে নিরীহ কোনো মানুষকে হয়রানি করবেন না। সব ধর্মের মানুষ এই দেশে মিলেমিশে অবস্থান করছেন। জামায়াতে ইসলামীর কোনো লোক যদি কাউকে হয়রানি করে, আমরা এর সুবিচার করব।
তিনি বলেন, সবাই মিলে বৈষম্যহীন সমাজ ও দেশ গড়ব। ইন্টারনেট বন্ধ করে লাশ গুম করা হয়েছিল, জাতি সেটি ভুলে যায়নি। জাতি আর এই পচা সমাজ দেখতে চায় না। জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে সবার আগে শিক্ষার ওপর গুরুত্ব দেয়া হবে। পড়াশোনা শেষে সার্টিফিকেট ও কর্ম দুটোই একসঙ্গে দেয়া হবে।
সুনামগঞ্জ জেলা জামায়াতের আমির মাওলানা তোফায়েল আহমদের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর উত্তরের আমির মুহাম্মদ সেলিম উদ্দিন, জামায়াতে ইসলামীর সিলেট মহানগর উত্তরের আমির ফখরুল ইসলাম, জামায়াতে ইসলামীর সিলেট জেলা শাখার আমির মাওলানা হাবিবুর রহমান, কেন্দ্রীয় ছাত্রশিবিরের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির, সুনামগঞ্জ জেলা জামায়াতের নায়েবে আমির অ্যাডভোকেট শামসউদ্দিন প্রমুখ।#
পার্সটুডে/এমএআর/১