আয়কর নিয়েও নেহরু, ইন্দিরাকে আক্রমণ মোদির
(last modified Sun, 02 Feb 2025 11:52:02 GMT )
ফেব্রুয়ারি ০২, ২০২৫ ১৭:৫২ Asia/Dhaka
  • আয়কর নিয়েও নেহরু, ইন্দিরাকে আক্রমণ মোদির

ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু এবং তার কন্যা ইন্দিরা গান্ধীকে আক্রমণ করে কথা বললেন দেশটির বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

আজ(রোববার) দিল্লিতে এক জনসভায় বাজেট নিয়ে কথা বলতে গিয়ে মোদি, নেহরু ও ইন্দিরা গান্ধীর সমালোচনা করে বলেন, নেহরুজির সময়ে আপনি যদি ১২ লক্ষ টাকা আয় করতেন তাহলে কর দিতেই আপনার বেতনের এক চতুর্থাংশ চলে যেত।

আর ইন্দিরা গান্ধীর আমলে ১২ লাখ টাকা আয় করলে আপনাকে কর হিসাবেই ১০ লাখ গুনতে হত! ১০-১২ বছর আগেও কংগ্রেসের শাসনামলে ১২ লাখ টাকা আয় করলে কর হিসাবেই দু’লক্ষ ৬০ হাজার টাকা দিতে হত। কিন্তু বিজেপি সরকারের আমলে তা হবে না। শনিবারের বাজেটেই তা স্পষ্ট।’

প্রধানমন্ত্রীর দাবি, এই বাজেট থেকে মধ্যবিত্তরা উপকৃত হবেন। এরআগে শনিবার তিনি কেন্দ্রীয় বাজেটকে 'জনগণের' বাজেট বলে উল্লেখ করেন। গতকাল সংসদে বাজেট পেশের সময় কেন্দ্রীয় অর্থমন্ত্রী নতুন কর কাঠামোর ঘোষণা করেছেন। তিনি জানান, ১২ লক্ষ টাকা পর্যন্ত আয়ে কোনও কর দিতে হবে না। তিনি আরও বলেন, ‘সরকারি ও বেসরকারি সংস্থার বেতনভোগীদের বছরে ১২ লক্ষ ৭৫ হাজার টাকা পর্যন্ত আয়ে কোনো কর দিতে হবে না।

সম্প্রতি, সংসদে সংবিধান বিতর্কে মোদী বলেন, ‘কংগ্রেস কখনও জরুরি অবস্থার কলঙ্ক মুছতে পারবে না। জরুরি অবস্থা জারি করে জনগণের সমস্ত সাংবিধানিক অধিকার কেড়ে নেওয়া হয়েছিল। গোটা দেশকে জেলখানায় পরিণত করেছিলেন ইন্দিরা গান্ধী। সংবিধান পরিবর্তনে নেহরু যে বীজ বপন করেছিলেন, ইন্ধিরা গান্ধী তা অনুসরণ করেছিলেন।#

পার্সটুডে/জিএআর/২