ডেনমার্কে পবিত্র কুরআনের অবমাননা করল সেদেশের এক রাজনীতিবিদ
https://parstoday.ir/bn/news/event-i146608-ডেনমার্কে_পবিত্র_কুরআনের_অবমাননা_করল_সেদেশের_এক_রাজনীতিবিদ
ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে তুরস্কের দূতাবাসের সামনে আবারও পবিত্র কুরআন পুড়িয়েছে সেদেশের রাজনৈতিক নেতা রাসমুস পালুদান। পুলিশ তাতে কোনো বাধা দেয়নি এবং তাকে এখন পর্যন্ত গ্রেফতারের খবর পাওয়া যায়নি।  
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
ফেব্রুয়ারি ০২, ২০২৫ ২০:১৩ Asia/Dhaka
  • ডেনমার্কে পবিত্র কুরআনের অবমাননা করল সেদেশের এক রাজনীতিবিদ

ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে তুরস্কের দূতাবাসের সামনে আবারও পবিত্র কুরআন পুড়িয়েছে সেদেশের রাজনৈতিক নেতা রাসমুস পালুদান। পুলিশ তাতে কোনো বাধা দেয়নি এবং তাকে এখন পর্যন্ত গ্রেফতারের খবর পাওয়া যায়নি।  

আজ এ সংক্রান্ত ভিডিও বিভিন্ন সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে।  

সুইডেন ও ডেনমার্কের দ্বৈত নাগরিকত্ব আছে রাসমুস পালুদানের। গত ২১ জানুয়ারি স্টকহোমে তুরস্কের দূতাবাসের সামনে কোরআন পোড়ানোর ঘটনাতেও তার সংশ্লিষ্টতা ছিল।

গত বছর এপ্রিলে পালুদান ঘোষণা দেন, পবিত্র রমজান মাসে তিনি বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে পবিত্র কোরআন পোড়াবেন। তার এ ঘোষণায় সুইডেনজুড়ে দাঙ্গা শুরু হয়েছিল। সেই ঘোষণা মোতাবেক তিনি প্রথমে সুইডেনে এবং এরপর ডেনমার্কে কুরআন অবমাননা করেন। আজকের কুরআন পোড়ানোর পর এই উগ্রপন্থী রাজনীতিবিদ দাবি করেছেন, সুইডেনে কুরআন পোড়ানো ব্যক্তি সালওয়ান মোমিকা হত্যার প্রতিবাদে সে এই কাজ করেছে।

ইউরোপের সরকারগুলোর অনেকটা নিষ্ক্রিয় ভূমিকার কারণে এ ধরণের ঘটনা ঘটেই চলেছে বলে বিশ্লেষকরা মন্তব্য করেছেন।#

পার্সটুডে/এসএ/২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।