জর্দান নদীর পশ্চিম তীরে ইহুদিবাদী বাহিনীর ভয়ঙ্কর তাণ্ডবের নিন্দা জানাল ইরান
(last modified Tue, 04 Feb 2025 08:23:35 GMT )
ফেব্রুয়ারি ০৪, ২০২৫ ১৪:২৩ Asia/Dhaka
  • জর্দান নদীর পশ্চিম তীরে ইহুদিবাদী বাহিনীর ভয়ঙ্কর তাণ্ডবের নিন্দা জানাল ইরান

অধিকৃত জর্দান নদীর পশ্চিম তীরে ইহুদিবাদী বাহিনীর হাতে বেসামরিক নাগরিকদের হত্যা, বেআইনি ধরপাকড় ও গণহারে বসতবাড়ি ধ্বংস করার তীব্র নিন্দা জানিয়েছে ইরান।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি সোমবার তেহরানে এক বিবৃতিতে এ নিন্দা জানান। তিনি বিশেষ করে পশ্চিম তীরের জেনিন শরণার্থী শিবিরে দখলদার বাহিনীর তাণ্ডবে গভীর উদ্বেগ প্রকাশ করেন।

বাকায়ি বলেন, জাতিসংঘের মানবাধিকার সংস্থাগুলো বিশেষ করে মানবাধিকার বিষয়ক বিশেষ প্রতিনিধি বহুবার পশ্চিম তীরে ইসরাইলের গণহত্যামূলক অভিযানের বিস্তৃতির ব্যাপারে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন।

ইরানের এই কর্মকর্তা পশ্চিম তীরে ইহুদিবাদী বাহিনীর এই ভয়ঙ্কর অপরাধযজ্ঞ বন্ধ করতে এগিয়ে আসার জন্য আন্তর্জাতিক সমাজ বিশেষ করে মুসলিম ও আঞ্চলিক দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে ইহুদিবাদী ইসরাইলের ভয়াবহ অপরাধযজ্ঞের ব্যাপারে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অব্যাহত নীরবতায় গভীর দুঃখ প্রকাশ করেন।

ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষের স্বাস্থ্য মন্ত্রণালয় গতকাল (সোমবার) জানিয়েছে, ২০২৫ সালের শুরু থেকে অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি বাহিনীর হামলায় ১০ শিশু, এক নারী ও দুই বৃদ্ধসহ অন্তত ৭০ ফিলিস্তিনি নিহত হয়েছেন।

এছাড়া জেনিন শরণার্থী শিবিরে বর্তমানে গাজা উপত্যকার মতো ধ্বংসযজ্ঞ চালাচ্ছে মানবতার শত্রু  ইসরাইল। রোববার একদিনে সেখানকার ২৩টি বাড়ি ভেঙে মাটির সঙ্গে মিশিয়ে দেয়া হয়েছে। গাজায় যখন যুদ্ধবিরতি চলছে তখন পশ্চিম তীরে ইহুদিবাদী বাহিনীর এই ভয়ঙ্কর তাণ্ডবের ব্যাপারে আন্তর্জাতিক সমাজ রহস্যজনক নীরবতা অবলম্বন করছে।#

 পার্সটুডে/এমএমআই/৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।