এইচটিএসের সঙ্গে আগের চুক্তি বাস্তবায়ন
সিরিয়ায় স্থায়ী সেনাঘাঁটি নির্মাণ করতে যাচ্ছে তুরস্ক: রিপোর্ট
তুরস্ক সিরিয়ায় স্থায়ী সেনা ঘাঁটি নির্মাণের পরিকল্পনা করছে বলে খবর পাওয়া গেছে। তুর্কি দৈনিক ‘তুর্কিয়ে’ সোমবার এ খবর জানিয়ে বলেছে, সিরিয়ায় দু’টি ঘাঁটি নির্মাণ করে সিরিয়ার সেনাবাহিনীকে প্রশিক্ষণ দেবে তুরস্ক।
আঙ্কারা ও সিরিয়ার ক্ষমতাসীন বিদেশি-মদদপুষ্ট সশস্ত্র গোষ্ঠী হায়াত তাহরির আশ-শাম বা এইচটিএসের মধ্যে এর আগে স্বাক্ষরিত এক সামরিক চুক্তির ভিত্তিতে ঘাঁটিগুলো নির্মাণ করা হবে। চুক্তি অনুযায়ী সিরিয়ার নয়া সশস্ত্র বাহিনীকে প্রশিক্ষণ দেয়ার কাজে এসব ঘাঁটি ব্যবহার করবে তুরস্ক।
দৈনিক তুর্কিয়ে জানিয়েছে, অচিরেই রাষ্ট্রীয়ভাবে প্রতিরক্ষা চুক্তি সই করবে তুরস্ক ও সিরিয়া। ওই চুক্তি অনুযায়ী, দামেস্ক হঠাৎ কোনো হুমকির মুখে পড়লে আঙ্কারা তার পাশে দাঁড়াবে।
গত ডিসেম্বরে সিরিয়ার সেনা, নৌ ও বিমান বাহিনীর বিরুদ্ধে ইসরাইলি বিমান হামলার মধ্যে রাজধানী দামেস্ক দখল করে নেয় এইচটিএস। সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদ সরকারের বিরুদ্ধে চালানো ওই অভিযানে তুরস্ক এইচটিএসকে সর্বাত্মক সহযোাগিতা করেছে বলে ব্যাপকভাবে ধারনা করা হয়।
দৈনিক তুর্কিয়ে জানিয়েছে, এইচটিএসকে ভেঙে পড়ার হাত থেকে রক্ষা করতে পরিকল্পিত তুর্কি ঘাঁটিগুলোতে ৫০টি এফ-১৬ যুদ্ধবিমান মোতায়েন করা হবে। সিরিয়ার পাইলটরা এসব ঘাঁটিতে তুর্কি পাইলটদের কাছ থেকে প্রশিক্ষণ নেবেন। কথিত চুক্তি অনুযায়ী সিরিয়া-ইসরাইল সীমান্তে তুরস্কের ড্রোন, রাডার ব্যবস্থা এবং ইলেকট্রনিক ওয়ারফেয়ার মোতায়েন করা হবে। #
পার্সটুডে/এমএমআই/৪
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।