ফিলিস্তিনিদের স্থানচ্যুত করার বিষয়ে নেতানিয়াহুর মন্তব্য প্রত্যাখ্যান করল সৌদি আরব
https://parstoday.ir/bn/news/event-i146850-ফিলিস্তিনিদের_স্থানচ্যুত_করার_বিষয়ে_নেতানিয়াহুর_মন্তব্য_প্রত্যাখ্যান_করল_সৌদি_আরব
'ফিলিস্তিনিদের রাষ্ট্র প্রতিষ্ঠা করতে দেওয়ার মতো যথেষ্ট জায়গা সৌদি আরবে রয়েছে' বলে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সম্প্রতি যে মন্তব্য করেছেন তা প্রত্যাখ্যান করেছে রিয়াদ সরকার। আজ (রোববার) সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে একথা জানিয়েছে।
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
ফেব্রুয়ারি ০৯, ২০২৫ ১৮:১২ Asia/Dhaka
  • মোহাম্মদ বিন সালমান ও বেনিয়ামিন নেতানিয়াহু
    মোহাম্মদ বিন সালমান ও বেনিয়ামিন নেতানিয়াহু

'ফিলিস্তিনিদের রাষ্ট্র প্রতিষ্ঠা করতে দেওয়ার মতো যথেষ্ট জায়গা সৌদি আরবে রয়েছে' বলে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সম্প্রতি যে মন্তব্য করেছেন তা প্রত্যাখ্যান করেছে রিয়াদ সরকার। আজ (রোববার) সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে একথা জানিয়েছে।

ইসরাইলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু বৃহস্পতিবার চ্যানেল ফোরটিনকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, সৌদি আরব নিজ দেশের মাটিতেই একটি ফিলিস্তিন রাষ্ট্র গঠন করতে পারে, তাদের অনেক জায়গা আছে।

এর প্রতিক্রিয়ায় সৌদি বিবৃতিতে নেতানিয়াহুর নাম নেওয়া হলেও তার ‘সৌদি ভূখণ্ডে ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা’ বিষয়ক মন্তব্যের কথা সরাসরি উল্লেখ করা হয়নি।

বিবৃতিতে সৌদি আরব বলেছে, “ফিলিস্তিনের ভ্রাতৃপ্রতিম জনগণের জন্য ফিলিস্তিনের ভূমি কী অর্থ বহন করে আর এর সঙ্গে তাদের আবেগগত, ঐতিহাসিক ও আইনগত সম্পর্ক এই দখলদার চরমপন্থি মানসিকতা (ইসরাইলিদের) বুঝতে পারবে না।”

মিশর ও জর্ডানও নেতানিয়াহুর মন্তব্যের নিন্দা জানিয়েছে। ওই ধারণাকে ‘সৌদি আরবের সার্বভৌমত্বের সরাসরি লঙ্ঘন’ বলে বর্ণনা করেছে কায়রো।

এ সম্পর্কে সৌদি আরব বলেছে, ‘ভ্রাতৃতুল্য’ রাষ্ট্রগুলোর নেতানিয়াহুর মন্তব্য প্রত্যাখ্যান করার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখে তারা।

গাজার ফিলিস্তিনিদের কী হবে তা নিয়ে আলোচনা চলার মধ্যেই মঙ্গলবার মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সবাইকে স্তম্ভিত করার মতো এক প্রস্তাব দিয়ে বসেন। ট্রাম্প বলেন, ফিলিস্তিনিদের অন্য কোথাও পুনর্বাসন করার পর যুক্তরাষ্ট্র ইসরাইলের কাছ থেকে ‘গাজা ভূখণ্ডের নিয়ন্ত্রণ নিতে চান।

ট্রাম্প বলেছেন, ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার জন্য শর্ত হিসেবে সৌদি আরব ফিলিস্তিন রাষ্ট্র দাবি করছে না। কিন্তু ট্রাম্পের দাবি প্রত্যাখ্যান করে সৌদি আরব জানায়, একটি ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা করা ছাড়া তারা ইসরাইলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করবে না।#

পার্সটুডে/এমএআর/৯