হুথি আনসারুল্লাহ নেতার হুঁশিয়ারি
ট্রাম্পের গাজা পরিকল্পনা বাস্তবায়ন করতে গেলে ইয়েমেন হামলা চালাবে
-
আব্দুল মালিক আল-হুথি
ইহুদিবাদী ইসরাইল বা আমেরিকা যদি গাজাবাসী ফিলিস্তিনিদেরকে এই উপত্যকা থেকে বিতাড়নের পরিকল্পনা বাস্তবায়ন করতে যায় তাহলে ইয়েমেন ‘সামরিক হামলার’ পথ বেছে নেবে।
দেশটির হুথি আনসারুল্লাহ আন্দোলনের নেতা আব্দুল মালিক আল-হুথি গতরাতে টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।
তিনি বলেন, “ফিলিস্তিনি জাতি ও তাদের প্রতিরোধ যোদ্ধাদের প্রতি আমাদের সমর্থন অটুট ও অক্ষত রয়েছে এবং আমরা দৃঢ়ভাবে তাদের পাশে থাকব।”
হুথি বলেন, “আমেরিকা যদি গাজার বিরুদ্ধে তার ষড়যন্ত্র বাস্তবায়নের কাজে অগ্রসর হয় তাহলে আমরা তা প্রতিহত করতে সামরিক অ্যাকশন নেব। আমরা আমাদের ধর্মীয় দায়িত্ব পালন করব। আমরা চুপ করে বসে থাকব না।”
ইয়েমেনের এই হুথি নেতা বলেন, ইহুদিবাদী ইসরাইল গাজা যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে এই উপত্যকায় নিত্যপণ্যসহ তাবু ও আশ্রয় প্রবেশে বাধা দিচ্ছে। প্রতারক মার্কিন প্রশাসনের সমর্থন থাকার কারণে তেল আবিব এ কাজ করতে পারছে বলে তিনি অভিমত প্রকাশ করেন।
হামাস শনিবারের মধ্যে সকল ইসরাইলি পণবন্দিকে মুক্তি না দিলে গাজার জন্য জাহান্নামের দরজা খুলে দেয়া হবে বলে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প যে হুমকি দিয়েছেন তা প্রত্যাখ্যান করে ট্রাম্পকে উদ্দেশ করে হুথি বলেন, “তুই এবং তোর মতো অপরাধী, অত্যাচারী ও নিপীড়নকারীরাই প্রকৃত জাহান্নাম।” তিনি বলেন, ট্রাম্প এমন এক অপরাধী যে হাস্যকর ও বেপরোয়া কথা বলতে অভ্যস্ত হয়ে পড়েছে।#
পার্সটুডে/এমএমআই/এমএআর/১৪