হামাসের হুঁশিয়ারির পর ত্রাণবাহী ৮০১ ট্রাক গাজায় প্রবেশ করতে দিল ইসরাইল
https://parstoday.ir/bn/news/event-i147014-হামাসের_হুঁশিয়ারির_পর_ত্রাণবাহী_৮০১_ট্রাক_গাজায়_প্রবেশ_করতে_দিল_ইসরাইল
হামাসের এক হুঁশিয়ারির কারণে ইহুদিবাদী ইসরাইল গাজা উপত্যকায় ত্রাণবাহী অন্তত ৮০০ ট্রাক প্রবেশ করার অনুমতি দিতে বাধ্য হয়েছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
ফেব্রুয়ারি ১৪, ২০২৫ ১৪:৪১ Asia/Dhaka
  • হামাসের হুঁশিয়ারির পর ত্রাণবাহী ৮০১ ট্রাক গাজায় প্রবেশ করতে দিল ইসরাইল

হামাসের এক হুঁশিয়ারির কারণে ইহুদিবাদী ইসরাইল গাজা উপত্যকায় ত্রাণবাহী অন্তত ৮০০ ট্রাক প্রবেশ করার অনুমতি দিতে বাধ্য হয়েছে।

গাজা উপত্যকার স্থানীয় সূত্রের বরাত দিয়ে ফিলিস্তিনি বার্তা সংস্থা সামা জানিয়েছে, ইসরাইলি বাহিনী এতদিন এসব ট্রাককে গাজায় প্রবেশ করতে দিচ্ছিল না; যদিও গত ১৯ জানুয়ারি থেকে কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তিতে এসব ট্রাককে গাজায় ঢোকার অনুমতি দেয়ার কথা ছিল।

গত ৮ ফেব্রুয়ারি, শনিবার তিন ইহুদিবাদী পণবন্দিকে মুক্তি দেয়ার পর হামাস জানিয়েছিল, তারা চুক্তি অনুযায়ী পরবর্তী শনিবার, ১৫ ফেব্রুয়ারি প্রতিশ্রুত তিন পণবন্দিকে মুক্তি দেবে না। এর কারণ হিসেবে হামাস বলেছিল, ইসরাইল যুদ্ধবিরতি চুক্তি মেনে গাজায় হত্যাকাণ্ড বন্ধ করছে না এবং উপত্যকায় ত্রাণবাহী ট্রাকও ঠিকমতো প্রবেশ করতে দিচ্ছে না।  হামাস আরো বলেছিল, তেল আবিব যদি তার প্রতিশ্রুতি পালন করে তাহলে তারা পণবন্দি মুক্তির সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে দেখবে।

যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী প্রতিদিন গাজায় ৬০০ ত্রাণবাহী ট্রাক প্রবেশ করার অনুমতি দেয়ার কথা ছিল। কিন্তু হামাসের হুমকির পর বৃহস্পতিবার একদিনেই প্রবেশ করেছে ৮০১টি ট্রাক। এর ফলে আগামীকাল (শনিবার) হামাসের পক্ষ থেকে প্রতিশ্রুত তিন ইহুদিবাদী পণবন্দিকে মুক্তি দেয়ার সম্ভাবনা বেড়ে গেছে।

২০২৩ সালের অক্টোবর মাস থেকে গাজা উপত্যকায় ভয়াবহ গণহত্যা শুরু করে ইসরাইল। এর ১৫ মাস পর গত ১৯ জানুয়ারি হামাসের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর করে তেল আবিব। সেদিনের পর থেকে পরবর্তী ৪২ দিন পর্যন্ত ওই চুক্তির মেয়াদ চলাকালে কোনো গোলাগুলি করবে না বলে কথা দিয়েছিল তেল আবিব। কিন্তু ১৯ জানুয়ারি থেকে এখন পর্যন্ত গাজায় দখলদার সেনাদের গুলিতে ১১৮ জন ফিলিস্তিনি নিহত ও ৮২২ জন আহত হন। #

পার্সটুডে/এমএমআই/১৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।