‘ট্রাম্প কোনো নতুন পরিকল্পনা পেশ করেননি’
ফিলিস্তিনিরা গাজাবাসীকে বিতাড়িত করার পরিকল্পনা বাস্তবায়ন করতে দেবে না: জিহাদ আন্দোলন
গাজাবাসী ফিলিস্তিনি নাগরিকদের জোর করে এই উপত্যকা থেকে বিতাড়িত করার মার্কিন পরিকল্পনার তীব্র বিরোধিতা করেছে ফিলিস্তিনের ইসলামি জিহাদ আন্দোলন। তেহরানে নিযুক্ত ওই আন্দোলনের প্রতিনিধি নাসের আবু শারিফ বলেছেন, ফিলিস্তিনিরা কোনোদিনও মার্কিন যুক্তরাষ্ট্রের এ পরিকল্পনা মেনে নেবে না।
আবু শারিফ ইরানের সরকারি বার্তা সংস্থা ইরনাকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে পরিকল্পনা উত্থাপন করেছেন তা নতুন কিছু নয় বরং এটি একটি ‘ইহুদিবাদী প্রকল্প’ যার স্বপ্ন ইসরাইলের প্রতিষ্ঠালগ্ন থেকে তেল আবিব দেখে আসছে।
ইসলামি জিহাদের এই প্রতিনিধি বলেন, পশ্চিমা দেশগুলো বিগত ১০৭ বছর ধরে ফিলিস্তিনি জনগণকে তাদের ঘরবাড়ি থেকে বিতাড়িত করে তাদের জায়গায় ইহুদিবাদীদেরকে বসবাস করার অনুমতি দিয়ে এসেছে। তবে গাজা নিয়ে তাদের অতীত পরিকল্পনাগুলো যেভাবে ব্যর্থ হয়েছে ভবিষ্যতেও তেমনি ব্যর্থ হতে বাধ্য।
আবু শারিফ বলেন, ইহুদিবাদী ইসরাইল ও আমেরিকা মিলে বিগত ১৬ মাসে ভয়াবহ গণহত্যা চালিয়ে অর্ধ লক্ষ মানুষকে হত্যা করার পাশাপাশি গাজাবাসীর বেঁচে থাকার সর্বশেষ অবলম্বনটুকু পর্যন্ত ধ্বংস করে দিয়েছে। তারপরও এই উপত্যকার অধিবাসীরা তাদের ভূখণ্ড ছেড়ে যেতে রাজি হয়নি।
তিনি বলেন, ট্রাম্প যে পরিকল্পনার কথা মুখে উচ্চারণ করেছেন তা মানবাধিকারের চরম লঙ্ঘন ও জাতিগত শুদ্ধি অভিযানের শামিল। এ ধরনের পরিকল্পনা বাস্তবায়ন করতে গেলে আন্তর্জাতিক আদালতে বিচারের সম্মুখীন হতে হয়।
মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প গত এক মাসে গাজা উপত্যকা নিয়ে বেশ কয়েকটি ধ্বংসাত্মক পরিকল্পনা তুলে ধরেছেন। সর্বশেষ তিনি বলেছেন, গাজার সকল অধিবাসীকে এখান থেকে বিতাড়িত করে তিনি উপত্যকাকে আমেরিকার দখলে নিয়ে নেবেন। আমেরিকা সেখানে কোনো সৈন্য পাঠাবে না বরং ইসরাইলই এটি দখল করে আমেরিকার হাতে তুলে দেবে বলে তিনি দাবি করেন।#
পার্সটুডে/এমএমআই/জিএআর/১৫