ট্রাম্প ও পুতিন ফেব্রুয়ারি শেষ হওয়ার আগেই সাক্ষাৎ করতে পারেন: দিমিত্রি পেসকভ
https://parstoday.ir/bn/news/event-i147192-ট্রাম্প_ও_পুতিন_ফেব্রুয়ারি_শেষ_হওয়ার_আগেই_সাক্ষাৎ_করতে_পারেন_দিমিত্রি_পেসকভ
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চলতি মাসেই পরস্পরের সঙ্গে সাক্ষাৎ করতে পারেন বলে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন।
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
ফেব্রুয়ারি ১৯, ২০২৫ ১৮:১৬ Asia/Dhaka
  • দিমিত্রি পেসকভ
    দিমিত্রি পেসকভ

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চলতি মাসেই পরস্পরের সঙ্গে সাক্ষাৎ করতে পারেন বলে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন।

আজ (বুধবার) রাশিয়ার রাষ্ট্রায়ত্ত গণমাধ্যমে পেসকভ বলেছেন, "সৌদি আরবের রাজধানী রিয়াদে গতকাল (মঙ্গলবার) আমেরিকা ও রাশিয়ার মধ্যে অনুষ্ঠিত আলোচনা ইউক্রেনের যুদ্ধ নিয়ে একটি নিষ্পত্তিতে পৌঁছানোর দিকে খুবই গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ।"

তিনি আরও বলেন, “রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ গতকাল মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে যে সমঝোতায় পৌঁছেছেন তার আলোকে কূটনীতিকদের এখন কাজ শুরু করতে হবে। কিন্তু এটি প্রথম পদক্ষেপ। স্বাভাবিকভাবেই এক দিনে বা এক সপ্তাহে সবকিছু ঠিক করে ফেলা অসম্ভব। দীর্ঘ পথ পাড়ি দিতে হবে।”

প্রায় তিন বছর ধরে চলা ইউক্রেন যুদ্ধ বন্ধ করা নিয়ে প্রথমবারের মতো আমেরিকা ও রাশিয়ার কর্মকর্তারা রিয়াদে বৈঠক করেছেন। এই বৈঠকে ইউক্রেন বা ইউরোপের কোনো কর্মকর্তাকে আমন্ত্রণ জানানো হয়নি। ইউক্রেন বলেছে, তাদের সম্মতি ছাড়া কোনো চুক্তি তাদের ওপর চাপিয়ে দেওয়া হলে তারা মেনে নেবে না।#

পার্সটুডে/এমএআর/১৯