আপনারা যে হারে শুল্ক নেবেন, আমরাও একই হারে নেব: মোদীকে ট্রাম্প
https://parstoday.ir/bn/news/event-i147202-আপনারা_যে_হারে_শুল্ক_নেবেন_আমরাও_একই_হারে_নেব_মোদীকে_ট্রাম্প
আমেরিকা পণ্যের ওপর ভারত যে হারে শুল্ক বসায়, একই হারে ভারতীয় পণ্যের ওপর শুল্ক বসিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি স্পষ্ট ভাষায় এ কথা জানান।
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
ফেব্রুয়ারি ১৯, ২০২৫ ১৮:৫৮ Asia/Dhaka
  • নরেন্দ্র মোদি ও ট্রাম্প
    নরেন্দ্র মোদি ও ট্রাম্প

আমেরিকা পণ্যের ওপর ভারত যে হারে শুল্ক বসায়, একই হারে ভারতীয় পণ্যের ওপর শুল্ক বসিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি স্পষ্ট ভাষায় এ কথা জানান।

খবরে বলা হয়েছে, সম্প্রতি মোদির যুক্তরাষ্ট্র সফরে শুল্ক সংক্রান্ত বিষয়ে ট্রাম্পের সঙ্গে আলোচনা হয়। ওই বৈঠকে ট্রাম্প বলেন, "নরেন্দ্র মোদি এসেছিলেন। আমি তাকে জানিয়ে দিই, আমরাও পাল্টা শুল্ক বসাব। আপনারা যে হারে শুল্ক নেবেন, আমরাও একই হারে নেব। উনি (মোদী) না, না বলতে শুরু করেন। জানান, বিষয়টা ভালো লাগছে না। কিন্তু আমি জানিয়ে দিয়েছি, আপনারা যা করছেন আমিও তা-ই করছি। সব দেশের ক্ষেত্রে একই নিয়ম।"

ট্রাম্প জানান, পৃথিবীর মধ্যে ভারতই আমেরিকার কাছ থেকে সর্বোচ্চ শুল্ক আদায় করে। বিশেষ করে গাড়ির ওপর ১০০ শতাংশ পর্যন্ত শুল্ক নেয়া হয়।

ট্রাম্প যখন এই মন্তব্য করেন, তার পাশে ছিলেন তাঁর সরকারের অন্যতম উপদেষ্টা ইলন মাস্কও। ভারতের বাজারে টেসলার গাড়ি চালু করতে সরকারের সঙ্গে সমঝোতা চলছে তার। চড়া শুল্ক নিয়ে তিনিও একমত পোষণ করেন। মাস্ক  বলেন, ‘হ্যাঁ ১০০ শতাংশ, গাড়ি আমদানিতে ১০০ শতাংশ।’  

এভাবে চললে ভারতের বাজারে ব্যবসা করা সম্ভব নয়, দেশটি আমেরিকার সঙ্গে অন্যায় করছে বলেও জানান ট্রাম্প।

চড়া শুল্ক নিয়ে মোদীর সঙ্গে কী কথা হয়, ফক্স নিউজে তাও তুলে ধরেন ট্রাম্প। তিনি বলেন, "আমার সঙ্গে তর্ক নয়। আমি যদি ২৫ শতাংশ বলি, তাদের খারাপ লাগে। তাই কোনো সংখ্যা বলি না আর। ওদিক থেকে যা নেয়া হবে, আমরাও সমান হারে শুল্ক নেব বলেছি। এর ফলে ওদেরই থামতে হয়েছে।"

উল্লেখ্য, ট্রাম্প প্রথমবার যখন আমেরিকার প্রেসিডেন্ট হন, সেই সময়ও ভারতকে ‘শুল্কের রাজা’ বলে কটাক্ষ করেছিলেন। দ্বিতীয় দফায় ক্ষমতায় আসার পর আরও কড়া অবস্থান নিয়েছেন তিনি।#  

পার্সটুডে/এমএআর/১৯