কাতারের আমিরের তেহরান সফর: আনুষ্ঠানিকভাবে স্বাগত জানালেন পেজেশকিয়ান
-
কাতারের আমিরকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানালেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান
কাতারের আমির তামিম বিন হামাদ বিন খলিফা আলে সানি রাষ্ট্রীয় সফরে তেহরানে পৌঁছেছেন। আনুষ্ঠানিকভাবে তাঁকে স্বাগত জানানো হয়।
দু'দেশের জাতীয় সঙ্গীত পরিবেশনের পর প্রোটোকল অনুযায়ী ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং শেখ তামিম বিন হামাদ বিন খলিফা আলে সানি সাক্ষাত করেন।
আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানোর পর ইরানের প্রেসিডেন্ট এবং কাতারের আমির একান্ত আলোচনা শুরু করেন।
উল্লেখ্য যে মাসুদ পেজেশকিয়ানও চলতি বছরের ১ অক্টোবর কাতারের আমিরের সাথে একটি আনুষ্ঠানিক দ্বিপক্ষীয় বৈঠক করেছিলেন। এশিয়া সহযোগিতা সংলাপ ফোরামে অংশগ্রহণের জন্য তিনি কাতার ভ্রমণ করেছিলেন।
কাতারের আমিরের সফরকালে, ইসলামী প্রজাতন্ত্র ইরান এবং কাতারের উচ্চপদস্থ কর্মকর্তারা অর্থনৈতিক ও বাণিজ্য, সাংস্কৃতিক, শিক্ষাগত এবং ক্রীড়া ক্ষেত্রে সহযোগিতার জন্য ৬টি দলিল এবং সমঝোতা স্মারক স্বাক্ষর করেছেন।#
পার্সটুডে/এনএম/১৯
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।