কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী বললেন, তারা কোন ভাষা চাপিয়ে দিচ্ছে না
(last modified Fri, 21 Feb 2025 10:16:00 GMT )
ফেব্রুয়ারি ২১, ২০২৫ ১৬:১৬ Asia/Dhaka
  • কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান
    কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান

ভারতের নয়া জাতীয় শিক্ষানীতির মাধ্যমে কোন ভাষা চাপিয়ে দেওয়া হচ্ছে না বলে জানিয়েছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্টালিনের লেখা চিঠির উত্তরে একথা বললেন তিনি।

কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীকে লেখা চিঠিতে উল্লেখ করেছেন, একজন শিক্ষার্থীর স্বাধীনতা থাকবে নিজের পছন্দের মতো ভাষায় লেখাপড়া করার।

চিঠিতে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী উল্লেখ করেছেন জাতীয় শিক্ষানীতির বিরোধীতা করে রাজনীতি করছে অবিজেপি শাসিত রাজ্যগুলো। তার দাবি এই নয়া জাতীয় শিক্ষানীতি নিয়ে রাজনীতি বন্ধ করা প্রয়োজন।

তবে দক্ষিণ ভারতের অবিজেপি রাজ্যগুলোর দাবি হিন্দি ভাষা তাদের ওপর চাপিয়ে দেওয়া হচ্ছে। উল্লেখ্য এটা শুধু দক্ষিণ ভারতের রাজ্যগুলোর চিত্র। আর এই অবস্থা গোটা দেশের সব রাজ্যের।

২০২০ সালে সংসদে কোনও আলোচনা ছাড়াই নয়া শিক্ষা নীতি পাশ করেছে নরেন্দ্র মোদী সরকার। এতে বলা হয়েছে,  মাতৃভাষা বা স্থানীয় ভাষায় নির্দেশনার মাধ্যমে পড়ার কোনও সুযোগ থাকবে না।

সব শ্রেণিতে সংস্কৃত বাধ্যতামূলকও করা হয়েছে। ধীরে ধীরে ধাপে ধাপে এই জাল তৈরি করেছে বিজেপি। শিক্ষা নীতিতে উল্লেখ করা হয়েছে, ষষ্ঠ এবং অষ্টম শ্রেণিতে ‘এক ভারত, শ্রেষ্ট ভারত’ নামে একটি  প্রোজেক্ট করতে হবে পড়ুয়াদের। এই প্রজেক্টে বিভিন্ন ভারতীয় ভাষার সাথে সংস্কৃত এবং অন্যান্য ধ্রুপদি ভাষার সঙ্গে যোগসূত্রের  উল্লেখ করতে হবে।

বিশেষঞ্জদের মতে, মোদী সরকারের মাধ্যমে আরএসএস’র লক্ষ্য ‘হিন্দু রাষ্ট্র’ তৈরি করা।#

পার্সটুডে/জিএআর/২১