আরব লীগের উপ-মহাসচিবের বক্তব্যে হামাসের বিস্ময় প্রকাশ
https://parstoday.ir/bn/news/event-i147278-আরব_লীগের_উপ_মহাসচিবের_বক্তব্যে_হামাসের_বিস্ময়_প্রকাশ
ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের মুখপাত্র হাজেম কাসেম বলেছেন, ফিলিস্তিনি জনগণের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। তিনি হামাস নিয়ে আরব লীগের উপ-মহাসচিব হোসাম জাকির বক্তব্যে অত্যন্ত বিস্ময় প্রকাশ করে এ কথা বলেছেন।
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
ফেব্রুয়ারি ২১, ২০২৫ ১৮:৪৯ Asia/Dhaka
  • আরব লীগের উপ-মহাসচিবের বক্তব্যে হামাসের বিস্ময় প্রকাশ

ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের মুখপাত্র হাজেম কাসেম বলেছেন, ফিলিস্তিনি জনগণের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। তিনি হামাস নিয়ে আরব লীগের উপ-মহাসচিব হোসাম জাকির বক্তব্যে অত্যন্ত বিস্ময় প্রকাশ করে এ কথা বলেছেন।

মেহের নিউজ এজেন্সির বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, আরব লীগের উপ-মহাসচিব বলেছেন, ফিলিস্তিনি জনগণের স্বার্থে হামাসকে সরে দাঁড়াতে হবে।  

হামাস মুখপাত্র হাজেম কাসেম জোর দিয়ে বলেছেন, "আমরা বিভিন্ন বৈঠকে গাজা উপত্যকা পরিচালনার জন্য রাজনৈতিক ও নির্বাহী কমিটিতে সর্বোচ্চ নমনীয়তা দেখিয়েছি, এমনকি আমরা মিশরের প্রস্তাব অনুযায়ী জাতীয় ঐক্য মতের সরকার গঠনেও সম্মত হয়েছি।"

হামাস মুখপাত্র আরও বলেছেন: "আমরা চুক্তির কাঠামোর মধ্যে এবং দখলদার ইসরাইল কিংবা মার্কিন যুক্তরাষ্ট্রের যেকোনো হস্তক্ষেপ থেকে দূরে থেকে যুদ্ধ-পরবর্তী গাজার অবস্থা নিয়ে  যেকোনো সিদ্ধান্তের কেন্দ্রবিন্দুতে ফিলিস্তিনি জনগণের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দেব এবং এ ব্যাপারে আমরা দৃঢ় প্রতিজ্ঞ। তাই আমরা আশা করি আরব লীগ আমাদের এই অবস্থানকে সমর্থন করবে।#

পার্সটুডে/রেজওয়ান হোসেন/২১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।