'শত্রুকে পরাস্ত করতে জাতীয় ঐক্য সমুন্নত রাখতে হবে'
https://parstoday.ir/bn/news/event-i147280-'শত্রুকে_পরাস্ত_করতে_জাতীয়_ঐক্য_সমুন্নত_রাখতে_হবে'
ইরানের প্রভাবশালী আলেম হুজ্জাতুল ইসলাম সাইয়্যেদ মোহাম্মাদ হাসান আবু তোরাবিফার্দ বলেছেন, "ইরানের মোকাবেলায় আমেরিকাসহ গোটা আধিপত্যবাদী শক্তি সফ্ট ওয়ার চালাচ্ছে, বিশেষকরে তারা গণমাধ্যমকে ব্যবহার করছে ও মনস্তাত্ত্বিক যুদ্ধ চালাচ্ছে।"
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
ফেব্রুয়ারি ২১, ২০২৫ ২০:১৮ Asia/Dhaka
  • হুজ্জাতুল ইসলাম সাইয়্যেদ মোহাম্মাদ হাসান আবু তোরাবিফার্দ
    হুজ্জাতুল ইসলাম সাইয়্যেদ মোহাম্মাদ হাসান আবু তোরাবিফার্দ

ইরানের প্রভাবশালী আলেম হুজ্জাতুল ইসলাম সাইয়্যেদ মোহাম্মাদ হাসান আবু তোরাবিফার্দ বলেছেন, "ইরানের মোকাবেলায় আমেরিকাসহ গোটা আধিপত্যবাদী শক্তি সফ্ট ওয়ার চালাচ্ছে, বিশেষকরে তারা গণমাধ্যমকে ব্যবহার করছে ও মনস্তাত্ত্বিক যুদ্ধ চালাচ্ছে।"

তিনি আজ (শুক্রবার) জুমার নামাজের খুতবায় এ কথা বলেন।  তিনি আরো বলেন, "আমাদের সকলকে জাতীয় ঐক্য সমুন্নত রাখতে হবে।" সম্প্রতি বিপ্লব বার্ষিকীর শোভাযাত্রা দেশজুড়ে বিপুল সংখ্যক মানুষের উপস্থিতিকে তিনি ইসলামী বিপ্লবের পক্ষে গণজাগরণ হিসেবে বর্ণনা করেন।

তিনি ঐক্যের গুরুত্ব তুলে ধরে বলেন, "যদি আমাদের ঐক্য না থাকত, তাহলে আমরা আজকের অবস্থানে পৌঁছাতে পারতাম না।" শত্রুকে মোকাবেলার জন্য ঐক্যের বিকল্প নেই বলে তিনি মন্তব্য করেন।

আজকের খুতবায় তিনি আরও বলেন, শত্রুরা ইরানি জাতির বিরুদ্ধে সফ্ট ওয়ার বা নরম যুদ্ধ পরিচালনাকে গুরুত্ব দিচ্ছে। তারা এর মাধ্যমে সমাজকে বিভক্ত করতে চায়। অর্থনৈতিক নিষেধাজ্ঞাও তাদের সফ্ট ওয়ারের অংশ। এর মাধ্যমে তারা অশুভ লক্ষ্য হাসিল করতে চায়, কিন্তু তারা অতীতের মতোই ব্যর্থ হবে।#

পার্সটুডে/এসএ/২১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।