ভারতকে ভোটে অনুদান বিতর্কে ফের আক্রমণ ট্রাম্পের
https://parstoday.ir/bn/news/event-i147308
আমেরিকার গভর্নরদের কার্যনির্বাহী অধিবেশনে বক্তৃতা দেওয়ার সময় ট্রাম্প আবার টেনে আনেন অনুদান প্রসঙ্গ। সেই ভাষণে তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ‘বন্ধু’ বলে উল্লেখ করেছেন।
(last modified 2025-07-09T12:00:31+00:00 )
ফেব্রুয়ারি ২২, ২০২৫ ১৭:১১ Asia/Dhaka
  • ভারতকে ভোটে অনুদান বিতর্কে ফের আক্রমণ ট্রাম্পের

আমেরিকার গভর্নরদের কার্যনির্বাহী অধিবেশনে বক্তৃতা দেওয়ার সময় ট্রাম্প আবার টেনে আনেন অনুদান প্রসঙ্গ। সেই ভাষণে তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ‘বন্ধু’ বলে উল্লেখ করেছেন।

ভারতের নির্বাচনে ১৮২ কোটি টাকা বা ২ কোটি ১০ লক্ষ ডলার  অনুদান দেওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন ‘ভারতে ভোটারদের বুথমুখী করতে আমার বন্ধু প্রধানমন্ত্রী মোদীর দেশে ১৮২ কোটি টাকা দেওয়া হয়েছে। কিন্তু ভারতের ভোটার উপস্থিতি বাড়ানোর জন্য আমাদের কী লাভ হবে? আমিও চাই ভোটারদের নির্বাচনমুখী করতে। তবে সেটা আমার দেশের জন্য।’

আমেরিকার গভর্নরদের কার্যনির্বাহী অধিবেশনে বক্তব্য দেওয়ার সময় ট্রাম্প আবার ভারতকে অনুদান দেওয়ার প্রসঙ্গটি টেনে আনেন। ট্রাম্প বলেন, অন্য দেশের ভোটারদের জন্য কেন এত টাকা দেবে আমেরিকা? অনুদান বিতর্কে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নামও ৩ বার আনলেন।

শুধু ভারত নয়, বাংলাদেশেও অর্থসাহায্যের সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্পের দাবি, বাংলাদেশকেও ২ কোটি ৯০ লক্ষ ডলার  অনুদান দেওয়া হয়েছে।

ট্রাম্প এবার ক্ষমতায় আসার পরে বিভিন্ন দেশে ‘ইউনাইটেড স্টেটস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট’ বা ইউএসএডের পক্ষ থেকে দেওয়া আর্থিক অনুদান বন্ধ করে দেন।

তারপর থেকেই এই অনুদান নিয়ে সাবেক জো বাইডেন প্রশাসনের বিরুদ্ধে আক্রমণাত্মক অভিযোগ তুলেছেন বর্তমান প্রেসিডেন্ট ট্রাম্প। শুধু তা-ই নয়, এই অনুদানকে ‘ঘুষের প্রকল্প’ বলেও উল্লেখ করেছেন তিনি। এই ধরনের ব্যবস্থাকে ‘বেআইনি’ বলে মনে করা হয়। ভারতকে বেআইনিভাবে অনুদান দেওয়ার দাবি তুলে এর আগে বাইডেন প্রশাসনের তীব্র সমালোচনা করেছেন ট্রাম্প।

এদিকে, ভারতের ভোটে মার্কিন অনুদান বন্ধ নিয়ে ট্রাম্পের বক্তব্য এরইমধ্যে ভারতীয় রাজনীতিতে তোলপাড় শুরু হয়েছে। পাশাপাশি, বিশ্ব কূটনৈতিক মহলেও আলোচনার জন্ম দিয়েছে। ট্রাম্পের বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছে মোদী সরকারও।

গতকাল (শুক্রবার) ভারতের পররাষ্ট্র মন্ত্রী জানিয়েছে, বিষয়টি উদ্বেগজনক। গোটা বিষয় সংশ্লিষ্ট দফতর খতিয়ে দেখছে বলেও জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।#

পার্সটুডে/জিএআর/২২