ইরানে বোমা হামলার দায়িত্ব স্বীকার করল পাকিস্তানভিত্তিক সন্ত্রাসী গোষ্ঠী
https://parstoday.ir/bn/news/event-i147330-ইরানে_বোমা_হামলার_দায়িত্ব_স্বীকার_করল_পাকিস্তানভিত্তিক_সন্ত্রাসী_গোষ্ঠী
ইরানের সিস্তান ও বালুচিস্তান প্রদেশের চবাহার কাউন্টিতে ইসলামি বিপ্লবি হাউজিং ফাউন্ডেশনের সদর দফতরে বিস্ফোরণের দায়িত্ব স্বীকার করেছে পাকিস্তান-ভিত্তিক সন্ত্রাসী গোষ্ঠী জয়শুল আদল।  স্থানীয় সময় গতকাল (শনিবার) সকালে বিস্ফোরণের এ ঘটনা ঘটে।
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
ফেব্রুয়ারি ২৩, ২০২৫ ০৯:৫৩ Asia/Dhaka
  • ইরানে বোমা হামলার দায়িত্ব স্বীকার করল পাকিস্তানভিত্তিক সন্ত্রাসী গোষ্ঠী

ইরানের সিস্তান ও বালুচিস্তান প্রদেশের চবাহার কাউন্টিতে ইসলামি বিপ্লবি হাউজিং ফাউন্ডেশনের সদর দফতরে বিস্ফোরণের দায়িত্ব স্বীকার করেছে পাকিস্তান-ভিত্তিক সন্ত্রাসী গোষ্ঠী জয়শুল আদল।  স্থানীয় সময় গতকাল (শনিবার) সকালে বিস্ফোরণের এ ঘটনা ঘটে।

ইরানের ইসলামি বিপ্লবি হাউজিং ফাউন্ডেশন সমাজের নিম্ন আয়ের মানুষদের জন্য আবাসন তৈরি এবং হাউজিং ইউনিট নির্মাণ করে।

পাকিস্তান-ভিত্তিক জঙ্গি সংগঠনটি এক সংক্ষিপ্ত বিবৃতিতে ইসলামি বিপ্লবি হাউজিং ফাউন্ডেশনের দপ্তরে সাউন্ড বোমা বিস্ফোরণের দায়িত্ব স্বীকার করেছে।

প্রাদেশিক প্রসিকিউটর মেহদি শামসাবাদি জানিয়েছেন, শনিবার স্থানীয় সময় সকাল সাড়ে ১০টার দিকে ওই বিস্ফোরণ ঘটে, তবে এতে কেউ হতাহত হয়নি।  নিরাপত্তা ও গোয়েন্দা বাহিনীগুলো এ ঘটনার তদন্ত শুরু করেছে বলে তিনি জানান। বিস্ফোরণে ভবনটির একাংশের ক্ষতি হয়েছে।

পাকিস্তানের সীমান্তবর্তী ইরানের সিস্তান ও বালুচিস্তান প্রদেশে বিগত বছরগুলোতে সামরিক ও বেসামরিক লক্ষ্যবস্তুতে বহুবার সন্ত্রাসী হামলা চালানো হয়। যেসব গোষ্ঠী এসব হামলা চালিয়েছে তাদের সঙ্গে বিদেশি গোয়েন্দা সংস্থাগুলোর সম্পর্ক রয়েছে বলে ব্যাপকভাবে ধারনা করা হয়।

গত বছরের ২৬ অক্টোবর সিস্তান ও বালুচিস্তান প্রদেশের তাফতান কাউন্টির গোহার কুহ এলাকায় এক সন্ত্রাসী হামলায় ১০ পুলিশ সদস্য নিহত হন। ওই হামলারও দায়িত্ব স্বীকার করেছিল জয়শুল আদল। #

পার্সটুডে/এমএমআই/এমএআর/২৩