ইউক্রেন নিয়ে ট্রাম্পের শান্তি পরিকল্পনা বুঝতে পারছে না রাশিয়া
https://parstoday.ir/bn/news/event-i147404-ইউক্রেন_নিয়ে_ট্রাম্পের_শান্তি_পরিকল্পনা_বুঝতে_পারছে_না_রাশিয়া
রাশিয়ার উপ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ বলেছেন, ইউক্রেন সংঘাত নিয়ে গত সপ্তাহে সৌদি আরবে রাশিয়া এবং মার্কিন প্রতিনিধি দলের মধ্যে বৈঠক হওয়ার পর এখন পর্যন্ত ওয়াশিংটনের পরিকল্পনা নিয়ে পরিষ্কার হতে পারেনি মস্কো। তবে তিনি জোর দিয়ে বলেন, সংকটের দ্রুত সমাধান বের করার বিষয়ে তারা ওয়াশিংটনের ইচ্ছা লক্ষ্য করেছেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
ফেব্রুয়ারি ২৫, ২০২৫ ১১:৩৯ Asia/Dhaka
  • ইউক্রেন নিয়ে ট্রাম্পের শান্তি পরিকল্পনা বুঝতে পারছে না রাশিয়া

রাশিয়ার উপ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ বলেছেন, ইউক্রেন সংঘাত নিয়ে গত সপ্তাহে সৌদি আরবে রাশিয়া এবং মার্কিন প্রতিনিধি দলের মধ্যে বৈঠক হওয়ার পর এখন পর্যন্ত ওয়াশিংটনের পরিকল্পনা নিয়ে পরিষ্কার হতে পারেনি মস্কো। তবে তিনি জোর দিয়ে বলেন, সংকটের দ্রুত সমাধান বের করার বিষয়ে তারা ওয়াশিংটনের ইচ্ছা লক্ষ্য করেছেন।

গত সপ্তাহে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ  সৌদি আরবের রাজধানী রিয়াদে বৈঠক করেন এবং ইউক্রেনে শান্তি আলোচনা ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে সম্ভাব্য বৈঠকের বিষয় নিয়ে আলোচনা করেন। পরে রিয়াদ বৈঠককে মস্কো এবং ওয়াশিংটন খুবই ফলপ্রসু বলে উল্লেখ করেছে। 

রিয়া নভোস্তি পত্রিকাকে দেয়া সাক্ষাৎকারে রিয়াবকভ বলেন, ভারসাম্যপূর্ণ স্বার্থের ভিত্তিতে ইউক্রেন সংঘাতের সমাধান করার ক্ষেত্রে রাশিয়ার দরজা উন্মুক্ত। কিন্তু এ বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের পরিকল্পনা কী তা এখনো রাশিয়া পরিষ্কারভাবে বুঝতে পারেনি। 

তিনি বলেন, রাশিয়া এখন পর্যন্ত পরিষ্কারভাবে মার্কিন পরিকল্পনা বুঝতে পারছে না তবে আমরা গুরুত্ব সহকারে লক্ষ্য করেছি যে, মার্কিন পক্ষ দ্রুত যুদ্ধবিরতি চায়।

কিন্তু দীর্ঘমেয়াদী মীমাংসা ছাড়া যুদ্ধবিরতি শুধুমাত্র দ্রুতগতির শত্রুতা সৃষ্টি করবে এবং আরো ভয়াবহ সংঘাতের জন্ম দেবে। এ ধরনের দৃশ্যপট এড়াতে চায় রাশিয়া। রিয়াবকভ জোর দিয়ে বলেন, চলমান সংঘাতের আসল কারণ খুঁজে সেভাবেই এই সমস্যার সমাধান করতে হবে। উদাহরণ হিসেবে তিনি মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোটে ইউক্রেনের যুক্ত হওয়ার আকাঙ্ক্ষার কথা তুলে ধরেন। একই সাথে তিনি বলেন, রুশ ভাষাভাষী অঞ্চল দোনবাস নিয়ে যে সংকট রয়েছে তারও সমাধান করতে হবে।#

পার্সটুডে/এসআই/২৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।