জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন চায় জামায়াতে ইসলামী: গোলাম পরওয়ার
https://parstoday.ir/bn/news/event-i147524-জাতীয়_নির্বাচনের_আগে_স্থানীয়_নির্বাচন_চায়_জামায়াতে_ইসলামী_গোলাম_পরওয়ার
বাংলাদেশে জাতীয় নির্বাচনের আগে শেখ হাসিনাসহ গণহত্যায় অভিযুক্তদের বিচার, সংস্কার ও স্থানীয় ভোট আয়োজনের দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
ফেব্রুয়ারি ২৮, ২০২৫ ১৬:৩০ Asia/Dhaka
  • জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার
    জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার

বাংলাদেশে জাতীয় নির্বাচনের আগে শেখ হাসিনাসহ গণহত্যায় অভিযুক্তদের বিচার, সংস্কার ও স্থানীয় ভোট আয়োজনের দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

আজ (শুক্রবার ২৮ ফেব্রুয়ারি) সকালে রাজবাড়ী শহরের বীর মুক্তিযোদ্ধা শহীদ খুশি রেলওয়ে মাঠে কর্মী সম্মেলনে এ দাবি করেন তিনি।

এসময় তিনি বলেন, নির্বাচন আমরা চাই, নির্বাচনি ব্যবস্থা সংস্কারের জন্য যতটুকু যৌক্তিক সময় আপনি সেই সময়ে সংস্কার করে নির্বাচন করুন।

আর নির্বাচনের বিশৃঙ্খলা, হানাহানি, রক্তারক্তি, নিরোধ করার জন্য ফ্যাসিবাদের মাস্টার মাইন্ড শেখ হাসিনাসহ মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনালে যাদের মামলা করে বিচারের মুখোমুখি করা হচ্ছে, নির্বাচনের আগে তাদের বিচার এই জাতি দেখতে চায়। বিচার, সংস্কার ও স্থানীয় নির্বাচন এই তিনটি কাজ জাতীয় নির্বাচনের আগে করতে হবে এটাই আমাদের দাবি। 

তিনি আরও বলেন, জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল একেএম আজাহারুল ইসলাম এখন কারাগারে বন্দি আছে। তাকে ১৪ বছর ফাঁসির সেলে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে।

একেএম আজহারুল ইসলাম বলেন, যে সরকার তাকে মিথ্যা মামলায় জেলে দিয়েছিলো, সেই সরকার তো পালিয়ে গেছে, ফলে তার কোনো মামলা এখন আর চলতে পারে না। যে সরকার ফ্যাসিস্ট, মিথ্যার উপরে দাড়িয়ে ছিলো, সেই মিথ্যা মামলা প্রত্যাহার করে অবিলম্বে নিঃস্বার্থভাবে মুক্তির দাবি করছি।#

পার্সটুডে/জিএআর/২৮