মোদিকে নিশানা ওমরের
জম্মু-কাশ্মীরের পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক নয়: ওমর আবদুল্লাহ
-
জম্মু কাশ্মীরের নয়া মুখ্যমন্ত্রী আবদুল্লাহ ও প্রধানমন্ত্রী নরেন্দ্রে মোদী
ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরে এখনও পুরোপুরি স্বাভাবিক অবস্থা ফিরে আসেনি বলে মনে করেন নতুন মুখ্যমন্ত্রী ন্যাশনাল কনফারেন্স নেতা ওমর আবদুল্লাহ। দিল্লিতে একটি আলোচনাসভায় জম্মু ও কাশ্মীরে অশান্ত পরিস্থিতির জন্য সরাসরি নরেন্দ্র মোদী সরকারকে দায়ী করেছেন তিনি।
ওমর আবদুল্লাহ বলেন, ২০১৮ সালের পরে প্রথম নির্বাচিত সরকার পেয়েছে জম্মু ও কাশ্মীর। কিন্তু কেন্দ্রশাসিত অঞ্চলটির পরিস্থিতি এখনও স্বাভাবিক হয়নি। ২০১৯ সালের অগস্টে ৩৭০ ধারা বাতিলের পরে বলপ্রয়োগ করে পরিস্থিতি স্বাভাবিক রাখার চেষ্টা করছে কেন্দ্রীয় সরকার।
মুখ্যমন্ত্রী এ সম্পর্কে বলেন, জোর করে ভয় দেখিয়ে শব-ই-বরাতের দিন শ্রীনগরের জামিয়া মসজিদ বন্ধ করে রাখা হয়েছিল। তবে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ভয় দেখিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা যায় না, এর প্রভাব ক্ষণস্থায়ী হতে বাধ্য।’
মুখ্যমন্ত্রী বলেন, এর আগে জম্মু ও কাশ্মীর রাজ্য ছিল। পুলিশ, আমলাদের মোতায়েন ও বদলি করার দায়িত্ব ছিল রাজ্যেরই হাতে। এখন জম্মু-কাশ্মীর কেন্দ্রশাসিত অঞ্চল। ফলে পুলিশ ও আমলাদের মোতায়েন করার ক্ষমতা উপরাজ্যপালের হাতে। গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত সরকারের হাতে পর্যাপ্ত ক্ষমতা না থাকলে তা আত্মমর্যাদার নয় বলে দাবি তার।#
পার্সটুডে/জিএআর/২৮