গাজায় জাতিগত শুদ্ধি অভিযান চালানোর মার্কিন পরিকল্পনার বিরুদ্ধে জর্দানে ব্যাপক বিক্ষোভ
https://parstoday.ir/bn/news/event-i147542-গাজায়_জাতিগত_শুদ্ধি_অভিযান_চালানোর_মার্কিন_পরিকল্পনার_বিরুদ্ধে_জর্দানে_ব্যাপক_বিক্ষোভ
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজা উপত্যকার বিরুদ্ধে জাতিগত শুদ্ধি অভিযান চালানোর যে কুচক্রি পরিকল্পনা তুলে ধরেছেন তার বিরুদ্ধে জর্দানে ব্যাপক বিক্ষোভ হয়েছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
মার্চ ০১, ২০২৫ ১০:৩৩ Asia/Dhaka
  • বিক্ষোভ
    বিক্ষোভ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজা উপত্যকার বিরুদ্ধে জাতিগত শুদ্ধি অভিযান চালানোর যে কুচক্রি পরিকল্পনা তুলে ধরেছেন তার বিরুদ্ধে জর্দানে ব্যাপক বিক্ষোভ হয়েছে।

রাজধানী আম্মানে শুক্রবার জুমার নামাজের পর অনুষ্ঠিত বিক্ষোভে বিপুল সংখ্যক মানুষ অংশ নেন। তারা গাজাবাসীকে এই উপত্যকা থেকে বিতাড়িত করার মার্কিন পরিকল্পনার ঘোর বিরোধিতা করেন।

জর্দানের বিভিন্ন রাজনৈতিক দলের আহ্বানে সাড়া দিয়ে আম্মানের আল-হুসেইনি মসজিদ থেকে বিক্ষোভ মিছিল শুরু হয় এবং আন-নাখিল স্কয়ারে গিয়ে শেষ হয়।  রাজধানী ছাড়াও জর্দানের প্রায় সব ছোট-বড় শহরে শুক্রবার ট্রাম্পের পরিকল্পনার বিরোধিতা করে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।

গাজাবাসীকে মিশর ও জর্দানে সরিয়ে দেয়ার মার্কিন পরিকল্পনার বিরোধিতা করে জর্দানের বিক্ষোভকারীরা বলেন, যুদ্ধ ও অবরোধ চাপিয়ে দেয়া সত্ত্বেও গাজাবাসী শক্তিশালী রয়েছে। তারা আরো বলেন, গাজাবাসীর দৃঢ়তার প্রতি আমাদের সমর্থন রয়েছে এবং তাদের যেকোনো ধরনের প্রয়োজনে আমরা তাদের পাশ রয়েছি।

বিক্ষোভকারীরা বলেন, জর্দানের সরকার ও জনগণ একটি বাক্যের ব্যাপারে একমত। আর তা হলো “গাজাবাসীর জন্য কোনো বিকল্প বাসস্থান গ্রহণযোগ্য নয়। তাদেরকে বিতাড়িত করা যাবে না।”        

পার্সটুডে/এমএমআই/১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।