রমজানে জাতিসংঘ মহাসচিবের ঢাকা সফর / ইরানের উন্নয়ন সম্পর্কে বাংলাদেশি রাষ্ট্রদূত কী বললেন?
https://parstoday.ir/bn/news/event-i147566-রমজানে_জাতিসংঘ_মহাসচিবের_ঢাকা_সফর_ইরানের_উন্নয়ন_সম্পর্কে_বাংলাদেশি_রাষ্ট্রদূত_কী_বললেন
জাতিসংঘের মহাসচিব অন্তোনিও গুতেরেস পবিত্র রমজান মাসের আগমনে মুসলমানদের অভিনন্দন জানিয়েছেন এবং সহিংসতা ও বাস্তুচ্যুতির মুখোমুখিদের প্রতি সংহতি প্রকাশ করেছেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
মার্চ ০১, ২০২৫ ২০:২৯ Asia/Dhaka
  • রমজানে জাতিসংঘ মহাসচিবের ঢাকা সফর / ইরানের উন্নয়ন সম্পর্কে বাংলাদেশি রাষ্ট্রদূত কী বললেন?

জাতিসংঘের মহাসচিব অন্তোনিও গুতেরেস পবিত্র রমজান মাসের আগমনে মুসলমানদের অভিনন্দন জানিয়েছেন এবং সহিংসতা ও বাস্তুচ্যুতির মুখোমুখিদের প্রতি সংহতি প্রকাশ করেছেন।

পবিত্র রমজান মাস উপলক্ষে এক বার্তায় জাতিসংঘের মহাসচিব গুতেরেস বলেছেন, "এই পবিত্র মাস পরিবার ও সম্প্রদায়ের সঙ্গে পুনরায় সংযোগ স্থাপনের এবং যাদের ভাগ্য সুপ্রসন্ন নয় তাদের স্মরণ করার একটি সুযোগ সৃষ্টি করে।"

শাবেস্তান নিউজ এজেন্সির বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে,গুতেরেস বাস্তুচ্যুতি ও সহিংসতার মধ্যে পবিত্র রমজান মাসে যারা রোজা রাখবেন তাদের সকলের প্রতি বিশেষ সমর্থন প্রকাশ করেছেন এবং গাজা এবং সমগ্র অঞ্চল, সুদান সাহেল এবং তার বাইরের সকল ভুক্তভোগীর সাথে সংহতি প্রকাশ করেছেন।

জাতিসংঘ মহাসচিব প্রতি রমজানে তার সংহতি ভ্রমণের কথাও উল্লেখ করে বলেন,  "এই ভ্রমণগুলো বিশ্বকে ইসলামের আসল চেহারা মনে করিয়ে দেয়। জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিকের মতে, আন্তোনিও গুতেরেস ১৩ থেকে ১৬ মার্চ বাংলাদেশ সফর করবেন।

বাংলাদেশ সফরকালে জাতিসংঘ মহাসচিব মিয়ানমার থেকে  বাড়িঘর ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হওয়া রোহিঙ্গা শরণার্থীদের এবং মিয়ানমারের শরণার্থীদের আশ্রয় দেওয়ার ক্ষেত্রে উদারতা প্রদর্শনকারী বাংলাদেশি সম্প্রদায়ের সঙ্গেও দেখা করবেন।

বাংলাদেশ হলো পূর্ব এশীয় বাজারে ইরানের প্রবেশদ্বার

ইরানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মঞ্জুরুল করিম খান চৌধুরী  বলেছেন, বাংলাদেশ পূর্ব এশীয় অঞ্চলের তিন বিলিয়ন মানুষের বাজারের প্রবেশদ্বার এবং ইসলামী প্রজাতন্ত্র ইরান বাংলাদেশের মাধ্যমে এই বাজারে পণ্য রপ্তানির পরিকল্পনা করতে পারে।

তেহরানের পশ্চিমে কাজভিন প্রদেশে ক্ষুদ্র শিল্প ও শিল্প নগরীর স্থায়ী প্রদর্শনী পরিদর্শনের পাশাপাশি ইরানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মঞ্জুরুল করিম খান চৌধুরী আরও বলেন যে, বৃহৎ শিল্প ও শিল্প নগরীর অস্তিত্ব, বিশেষ করে ক্যাস্পিয়ান শিল্প নগরী, যা ইরানের সেরা শিল্প নগরীগুলির মধ্যে একটি,এই প্রদেশে শিল্প ও বাণিজ্য খাতকে আরও বিশিষ্ট করে তুলতে সক্ষম হয়েছে।

ইরানে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত বলেন যে ইসলামি প্রজাতন্ত্র ইরান গত দুই দশকে শিল্পক্ষেত্রে ব্যাপক অগ্রগতি অর্জন করেছে। তিনি আরও বলেন, "এই সাফল্যগুলো বাংলাদেশের জনগণের কাছে পরিচিত করা হয়নি, তবে যদি এগুলো পরিচিত করা হয়, তাহলে দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্কের উন্নয়ন আরও গতি পাবে।"

পার্সটুডে/এমবিএ/১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।