কায়রো বৈঠকের প্রাক্কালে দেয়া আসনারুল্লাহর বিবৃতি:
ফিলিস্তিনের প্রতি আরব দেশগুলোর সমর্থনের আহ্বান জানিয়েছে ইয়েমেনের আনসারুল্লাহ
ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলন ফিলিস্তিনের প্রতি আরব দেশগুলোর সমর্থনের আহ্বান জানিয়েছে। একই সাথে তারা সমগ্র মুসলিম বিশ্বের বিরুদ্ধে দখলদার ইসরাইলের গভীর ষড়যন্ত্র, আগ্রাসন ও অপরাধযজ্ঞের কথাও উল্লেখ করেছে।
ইরনার উদ্ধৃতি দিয়ে পার্সটুডে জানিয়েছে, কায়রো বৈঠকে অংশ নেয়া ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলনের প্রতিনিধিরা এক বিবৃতিতে ইহুদিবাদী ইসরাইলের ঔদ্ধত্যের বিরুদ্ধে ফিলিস্তিনকে সমর্থন করার জন্য আরব লীগের সদস্য রাষ্ট্রগুলোর প্রতি এ আহ্বান জানান।
একই সাথে তারা অধিকৃত ফিলিস্তিনে ইসরাইলিদের যুদ্ধাপরাধের বিরুদ্ধে দৃঢ় অবস্থান গ্রহণ, বেসামরিক নাগরিকদের রক্ষা করতে এবং গাজা অবরোধ ভাঙতে জরুরি পদক্ষেপ নেওয়ারও আহ্বান জানিয়েছেন।
ইয়েমেনের প্রতিনিধিরা আরো বলেছেন, 'ইসরাইলি সেনাদের যুদ্ধবিরতি লঙ্ঘন, গাজা উপত্যকার ক্রসিং পয়েন্ট বন্ধ করে দেওয়া এবং মানবিক ত্রাণসাহায্য প্রবেশে বাধা দেওয়ার ঘটনা অত্যন্ত বিপজ্জনক কাজ। এ অবস্থায় মার্কিন সমর্থনে ইসরাইলি শাসকগোষ্ঠীর ঔদ্ধত্য ও অপরাধের বিরুদ্ধে প্রতিরোধ ও লড়াই করার অধিকার ফিলিস্তিনি জনগণের রয়েছে।'
আনসারুল্লাহ আন্দোলনের প্রতিনিধিরা তাদের বিবৃতিতে বলেছেন, ফিলিস্তিনি জনগণ ও তাদের বীরত্বপূর্ণ প্রতিরোধের প্রতি ইয়েমেনের দৃঢ় সমর্থন বজায় থাকবে এবং ইয়েমেনি সশস্ত্র বাহিনীও আগ্রাসন মোকাবেলায় ইসরাইলের বিরুদ্ধে অভিযান পুনরায় শুরু করতে প্রস্তুত রয়েছে। #
পার্সটুডে/রেজওয়ান হোসেন/৪
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।