ইরানের বিরুদ্ধে মিথ্যা অভিযোগের জন্য ব্রিটেনকে জবাবদিহি করতে হবে: মুখপাত্র
(last modified Fri, 07 Mar 2025 10:20:03 GMT )
মার্চ ০৭, ২০২৫ ১৬:২০ Asia/Dhaka
  • ইসমাইল বাকায়ি
    ইসমাইল বাকায়ি

পার্সটুডে- ব্রিটিশ সরকারের অভিযোগের জবাবে ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি জোর দিয়ে বলেছেন," ইরানি জনগণের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ উত্থাপন অথবা শত্রুতামূলক আচরণের জন্য অবশ্যই জবাবদিহি করতে হবে।"

ইরনার বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে- ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি ব্রিটিশ উপ-স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপমূলক বক্তব্যের প্রতিক্রিয়ায় নিজের এক্স পেজে লিখেছেন, ব্রিটিশ সরকার ইরানিদের প্রতি তাদের অযৌক্তিক এবং বিদ্বেষমূলক মানসিকতা বজায় রাখতে চায়, কারণ এর মাধ্যমে তারা নিজেদের অপরাধ আড়াল করতে পারবে বলে মনে করছে। যুক্তরাজ্য (ব্রিটেন) ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে গণহত্যায় সমর্থন দিয়েছে এবং ইরান-বিরোধী সন্ত্রাসী তৎপরতায় পৃষ্ঠপোষকতা করেছে।

ইরানের বিরুদ্ধে ব্রিটেনের হাস্যকর অভিক্ষেপের কথা উল্লেখ করে তিনি লিখেছেন: আপনারা ইরানের বিরুদ্ধে অন্যদের বিষয়ে হস্তক্ষেপের অভিযোগ তুলেছেন, কিন্তু এটা এমন একটা বিষয় যেটাতে আপনারা অত্যন্ত দক্ষ। অন্য জাতিগুলোর অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপে আপনারা পারদর্শী।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরো বলেন, এটা ঊনবিংশ শতাব্দী নয়; যে সরকারই ইরানি জনগণের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ আনবে বা তাদের বিরুদ্ধে শত্রুতামূলক পদক্ষেপ নেবে, তাদেরকে অবশ্যই জবাবদিহিতার সম্মুখীন করা হবে।#

পার্সটুডে/এসএ/৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।