সিরিয়ার লাতাকিয়ার পরিস্থিতি ভয়াবহ; সংঘর্ষে অন্তত ৭০ জন নিহত
(last modified Fri, 07 Mar 2025 12:20:06 GMT )
মার্চ ০৭, ২০২৫ ১৮:২০ Asia/Dhaka
  • সিরিয়ার লাতাকিয়ার পরিস্থিতি ভয়াবহ; সংঘর্ষে অন্তত ৭০ জন নিহত

পার্সটুডে- সিরিয়ায় আলাভি সম্প্রদায়ের লোকজনের বিরুদ্ধে সরকারের দমন অভিযানকে কেন্দ্র করে যে সহিংসতা শুরু হয়েছে তাতে এ পর্যন্ত ৭০ জনের বেশি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো বেশ কয়েকজন।

যুক্তরাজ্যভিত্তিক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস আজ (শুক্রবার) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে লিখেছে, সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদের অনুসারীদের সঙ্গে দেশটির সরকারি বাহিনীর সংঘর্ষে ৭০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। 

এক্স পোস্টে লেখা হয়েছে, ‘সিরীয় উপকূলে প্রতিরক্ষা ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সদস্য এবং ক্ষমতাচ্যুত সরকারের বাহিনীর সদস্যদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ ও অতর্কিত হামলার ঘটনায় ৭০ জনের বেশি নিহত হয়েছেন। আরও বেশ কয়েকজন কয়েকজন আহত ও বন্দী হয়েছেন।

সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় লাতাকিয়া প্রদেশে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। সেখানে কারভিউ জারি করা হয়েছে। 

এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, হোমসের আবাসিক এলাকার রাস্তায় প্রচণ্ড গুলির শব্দ শোনা যাচ্ছে।

সিরিয়ার আলাভি সম্প্রদায়ের অধিকারের পক্ষে সোচ্চার থাকা কর্মীরা বলেছেন, আসাদের পতনের পর থেকে সম্প্রদায়টির মানুষেরা বিশেষ করে গ্রামীণ হোমস ও লাতাকিয়া এলাকায় সহিংসতা ও হামলার শিকার হয়েছেন।

পার্সটুডে/এসএ/৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।