মুসলিম বিধায়কদের চ্যাংদোলার করার হুমকি বিজেপি নেতার, জবাব দিলেন মমতা
(last modified Fri, 14 Mar 2025 12:13:04 GMT )
মার্চ ১৪, ২০২৫ ১৮:১৩ Asia/Dhaka
  • শুভেন্দু অধিকারী ও মমতা বন্দ্যোপাধ্যায়
    শুভেন্দু অধিকারী ও মমতা বন্দ্যোপাধ্যায়

ভারতের পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেসের মুসলিম বিধায়কদের চ্যাংদোলা করে রাস্তায় ছুড়ে ফেলার যে হুমকি দিয়েছেন তার কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, ‘এটা উত্তরপ্রদেশ নয়, এটা পশ্চিমবঙ্গ; এখানে সব ধর্মের সমান অধিকার।’ 

সম্প্রতি পশ্চিমবঙ্গের বিরোধীদলীয় নেতা শুভেন্দু অধিকারী বলেছেন, আগামী বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করবে বিজেপি। তার ভাষায়, ওঁদের তো হারাবই। আর বিজেপি ক্ষমতায় আসবে। তখন ওদের দল থেকে যে কজন মুসলিম বিধায়ক জিতে আসবে, তাদের চ্যাংদোলা করে রাস্তায় ছুঁড়ে ফেলে দেব।

শুভেন্দু এই মন্তব্যের প্রতিক্রিয়ায় তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেন, আগামী বছর বিধানসভা নির্বাচনে আগের চেয়ে বেশি আসন পেয়ে তৃণমূল কংগ্রেস চতুর্থবারের মতো রাজ্যে ক্ষমতায় ফিরবে।

এদিকে, তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বিজেপি নেতা শুভেন্দু অধিকারীকে হুঁশিয়ার করে দিয়ে বলেছেন, 'বিধায়ক হিসেবে মেয়াদ মাত্র ১ বছর। তারপরে রাস্তায় ঘুরে বেড়াবে'

কল্যাণ আরও বলেন, 'শুভেন্দু অধিকারী, হাইকোর্টের আর্শীবাদ আছে বলে ঘুরে বেড়াচ্ছে, আর বড় বড় কথা বলছে। না হলে এতদিন ওর জেলেখানাতে থাকার কথা ছিল, জেলখানাতেই থাকত। এভাবে কখনও নেতা হওয়া যায় না। যে প্রত্যেকটা  ধর্মের মানুষকে সম্মান করতে পারে, প্রত্যেক জাতির মানুষকে সম্মান করতে পারে, সেই নেতা হয়। রাজনীতিতে এসে যারা ভেদাভেদ করে তারা রাজনীতিতে থাকার যোগ্য নয়। একটা ধর্মের মানুষকে আরেকটা ধর্মের বিরুদ্ধে ক্ষেপিয়ে দেয়'।  

আগামী বছর পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন। সবশেষ বিধানসভা নির্বাচনে তৃণমূল ভূমিধস জয় পায়। আগের তুলনায় বেশি ভোট পেলেও ক্ষমতায় যাওয়ার জন্য যে আসন সংখ্যা, তার ধারেকাছেও ঘেঁষতে পারেনি মোদির দল। এবার অবশ্য দুই দলই নিজেদের জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী।#

পার্সটুডে/এমএআর/১৪