গাজায় ইসরাইলি হামলায় ৫ ফিলিস্তিনি শহীদ
-
গাজার শহীদ
যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজার বিভিন্ন স্থানে হামলা অব্যাহত রেখেছে দখলদার ইসরাইল। গতকাল (শুক্রবার) গাজা সিটিতে ইসরাইলি ড্রোন হামলায় চার ফিলিস্তিনি শহীদ হয়েছেন।
এছাড়া গাজার সাগর উপকূলে ইসরাইলি নৌবাহিনীর হামলায় এক ফিলিস্তিনি শাহাদাৎবরণ করেছেন। এছাড়া, গাজার দক্ষিণ রাফায় ইসরাইলি ট্যাঙ্ক এবং গানবোট থেকে গোলা ছোড়া হয়েছে বলে খবর পাওয়া গেছে।
ইসরাইলি বাহিনী দক্ষিণ-পূর্ব গাজার আল-জায়তুন এলাকার পূর্ব অংশে ড্রোনের সাহায্যে হামলা চালালে চার ফিলিস্তিনি শহীদ হন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, একটি ড্রোন একদল বেসামরিক মানুষের ওপর বোমাবর্ষণ করেছে। এছাড়া, ইসরাইলি নৌবাহিনী যুদ্ধজাহাজ থেকে গোলা নিক্ষেপ করে ২২ বছর বয়সী এক ফিলিস্তিনিকে হত্যা করেছে। এই শহীদের নাম মোহাম্মাদ রিয়াদ সিমায়, উপকূলে মাছ ধরাই ছিল তার পেশা। এছাড়াও, শুক্রবার সন্ধ্যায় দক্ষিণ গাজার রাফা শহরে ইসরাইলি বাহিনীর গুলিবর্ষণে ছয়জন ফিলিস্তিনি আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দখলদার বাহিনী রাফাহ শহরের কেন্দ্রস্থলে আবাসিক এলাকায় গুলি চালিয়েছে, যার ফলে তারা আহত হয়েছেন।
ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস গাজায় যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়ন করলেও দখলদার ইসরাইল মাঝে মধ্যেই তা লঙ্ঘন করছে।#
পার্সটুডে/এসএ/১৫
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।