আমেরিকার সঙ্গে সম্ভাব্য পরোক্ষ আলোচনায় ওমান তৃতীয় পক্ষের ভূমিকায় থাকতে পারে: ইরান
-
বাকায়ি
পার্সটুডে- ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে পরোক্ষ আলোচনা হলে ওমান এ ক্ষেত্রে মূল প্রার্থী হিসেবে গণ্য হবে।
তিনি আজ (সোমবার) তেহরানে সাপ্তাহিক সংবাদ সম্মেলনে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে পরোক্ষ আলোচনা এবং তৃতীয় পক্ষের ভূমিকা সম্পর্কে বলেন, পরোক্ষ আলোচনা এগিয়ে নেওয়ার ক্ষেত্রে অন্যান্য পক্ষের অংশগ্রহণের ইতিহাস স্পষ্ট। পরমাণু সমঝোতা জেসিপিওএ'র সময় ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান তৃতীয় পক্ষ হিসেবে ভূমিকা রেখেছেন।
আমেরিকার সঙ্গে পরোক্ষ আলোচনা শুরু হলে ওমান এ ক্ষেত্রে প্রাধান্য পাবে বলে তিনি ইঙ্গিত দেন। বাকায়ি বলেন, গত কয়েক বছরে ওমান ভালো ভূমিকা পালন করেছেন।
ইরান আমেরিকার চিঠির জবাবও ওমানের মাধ্যমে পাঠিয়েছে।
ইরান আমেরিকার সঙ্গে সরাসরি আলোচনা করবে না বলে জানিয়ে দিয়েছে, তবে প্রয়োজনে পরোক্ষ আলোচনায় রাজি আছে।#
পার্সটুডে/এসএ/৭
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।