সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের দেশত্যাগ
সহায়তাকারীদের শাস্তির আওতায় আনতে না পারলে 'চলে যাব': স্বরাষ্ট্র উপদেষ্টা
-
স্বরাষ্ট্র উপদেষ্টা
বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের দেশত্যাগে সহায়তাকারীদের শাস্তির আওতায় আনা হবে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী।
তিনি বলেছেন, ‘তাদের (আবদুল হামিদকে বিদেশে যেতে সহায়তাকারীদের) কোনো অবস্থায় ছাড় দেওয়া যাবে না। আর যদি শাস্তির আওতায় না আনি, তাহলে আমি সে সময় চলে যাব।’
আজ বৃহস্পতিবার দিনাজপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে স্বরাষ্ট্র উপদেষ্টা এসব কথা বলেন।
এর আগে আইনশৃঙ্খলা পরিস্থিতিবিষয়ক মতবিনিময় সভা শেষে বিকেল সাড়ে চারটায় দিনাজপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে শতাধিক শিক্ষার্থী উপদেষ্টার পথরোধ করে বিক্ষোভ করেন। এ সময় সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে সহায়তাকারীদের পদত্যাগ ও শাস্তির দাবি জানান তারা।
শিক্ষার্থীদের নানা প্রশ্নের জবাবে উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘আমি বিষয়টি (সাবেক রাষ্ট্রপতি দেশত্যাগ) জানতাম না। এখানে আসার সময় জানতে পারছি। আমি সঙ্গে সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলেছি। যারা এ ঘটনার সঙ্গে জড়িত, তাদের সবাইকে শুধু পদত্যাগ নয়, শাস্তির আওতায় আনতে হবে।’
এ সময় শিক্ষার্থীরা ২৪ ঘণ্টার মধ্যে সাবেক রাষ্ট্রপতিকে দেশত্যাগে সহায়তাকারীদের শাস্তির দাবি জানালে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আমি এরই মধ্যে কথা বলেছি। তারা (বিষয়টি নিয়ে উপদেষ্টা যাদের সঙ্গে যোগাযোগ করেছেন) কতটুকু এগিয়েছে, গাড়িতে যেতে যেতে হয়তো কিছু জানতে পারব। অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।’
দিনাজপুর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক একরামুল হক বলেন, ‘এতগুলো কোমলমতি শিক্ষার্থীর রক্তের ওপরে দাঁড়িয়ে আছে সরকার। ফ্যাসিবাদ কায়েমকারীরা একে একে নিরাপদে দেশ ছাড়ছে, এটা কীভাবে সম্ভব হচ্ছে? সংস্কার তাহলে কোথায় হচ্ছে? যে পুলিশ সদস্যরা শিক্ষার্থীদের বুকে গুলি চালাল, তারাই তো ফ্যাসিবাদের দোসরদের সহযোগিতা করে যাচ্ছে। এত এত নিরাপত্তা অথচ সাবেক একজন রাষ্ট্রপতি নিরাপদে দেশ ছেড়ে পালাচ্ছেন সরকার কিছুই জানে না—এটা হতে পারে না। আমরা সাবেক রাষ্ট্রপতিকে দেশত্যাগে সহায়তাকারীদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে উপযুক্ত শাস্তির দাবি জানাই। অন্যথায় স্বরাষ্ট্র উপদেষ্টা কথা অনুযায়ী তার পদ থেকে সরে দাঁড়াবেন।’
'ভয়ের কোনো কারণ নেই, আমাদের সীমান্ত সম্পূর্ণ নিরাপদ'
এর আগে দুপুরে দিনাজপুরের বিরল উপজেলায় ঢেলপীর এলাকায় কৃষকদের সঙ্গে মতবিনিময় করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এ সময় বাংলাদেশের সীমান্ত পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, ‘সীমান্তে ভীতির কোনো কারণ নেই। আমাদের বর্ডার সম্পূর্ণ সিকিউরড। এখানে কোনো ধরনের কোনো সমস্যা নেই। কৃষকেরা ভালোভাবে ধান কাটতে পারবেন, কৃষিকাজ করতে পারবেন।’
পার্সটুডে/জিএআর/৮