প্রধান উপদেষ্টা কেন বিএনপির দোষারোপ করলেন তা বোধগম্য নয়: সালাহউদ্দিন
https://parstoday.ir/bn/news/event-i149616-প্রধান_উপদেষ্টা_কেন_বিএনপির_দোষারোপ_করলেন_তা_বোধগম্য_নয়_সালাহউদ্দিন
বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস নির্বাচন নিয়ে বিএনপিকে কেন দোষারোপ করলেন তা বোধগম্য নয় বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
মে ৩০, ২০২৫ ১৫:৫১ Asia/Dhaka
  • সালাহউদ্দিন আহমেদ
    সালাহউদ্দিন আহমেদ

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস নির্বাচন নিয়ে বিএনপিকে কেন দোষারোপ করলেন তা বোধগম্য নয় বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

আজ (শুক্রবার) রাজধানীর চন্দ্রিমা উদ্যানে সাবেক প্রেসিডেন্ট মরহুম জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকীতে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন।

সালাহউদ্দিন আহমেদ বলেন, প্রধান উপদেষ্টার যখনই ডেকেছেন রাজনৈতিক দলগুলো তার সঙ্গে আলোচনা করেছে। সব দলই দ্রুত নির্বাচনের দাবি জানিয়েছে। কিন্তু প্রধান উপদেষ্টা কেন বিএনপিকে নির্বাচন নিয়ে দোষারোপ করলেন তা বোধগম্য নয়।

তিনি বলেন, সমস্ত জাতি নির্বাচনের জন্য অপেক্ষমান। তাই শিগগিরই ডিসেম্বরে মধ্যে নির্বাচন এমন ঘোষণার আহ্বান জানান সালাহউদ্দিন আহমেদ। এ সময় শেখ হাসিনা ও তার দোসরদের বিচারের দাবিও জানান বিএনপির অন্যতম এই নীতি নির্ধারক।

মির্জা আব্বাস

একই অনুষ্ঠানে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, বিএনপি নির্বাচন চেয়েছে এই ডিসেম্বরের মধ্যে। এবং এই ডিসেম্বরে নির্বাচন করার কথা কিন্তু ইউনূস সাহেব নিজে বলেছেন। আমরা বলি নাই। পরবর্তীতে শিফট হয়ে জুন মাসে চলে গেছে।

তিনি বলেন, নির্বাচন যদি করতে হয়, ডিসেম্বরের মধ্যেই করতে হবে। আর যদি নির্বাচন করতে না চান তাহলে দায় নেবেন ড. ইউনূস।

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, বিদেশে বসে ড. ইউনূস বলেছেন— একটি দল নির্বাচন চায়। আমরা বলতে চাই, একটা লোক নির্বাচন চান না; তিনি হচ্ছেন ড. মুহাম্মদ ইউনূস। উনি নির্বাচন চান না।

মির্জা আব্বাস বলেন, সংস্কার সংস্কার করতে করতে বর্তমান সরকার আমদানি করেছেন বিদেশি লোকদের। জিয়া বহু সংস্কার করেছেন, কিন্তু কোনো বিদেশি পরামর্শক আনেননি, কাউকে আমদানি করেনি। কিন্তু বর্তমান সরকার কিছু বিদেশি পরামর্শক এনেছে। সংস্কার সংস্কার করতে করতে আজ এমন অবস্থায় চলে গেছে, তারা নির্বাচন দিতে চায় না।

তিনি আরও বলেন, ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে। না হয় বাংলাদেশের জনগণ নির্বাচন আদায় করবে। নির্বাচন না হলে এ দেশের ভৌগোলিক অবস্থান ঠিক থাকবে না।

এ সময় আরও উপস্থিত ছিলেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ডা. এ জেড এম জাহিদ হোসেন প্রমুখ।#

পার্সটুডে/এমএআর/২৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।