ফ্রানচেস্কা, আমরা তোমাকে ভালোবাসি- আলবানিজের ওপর নিষেধাজ্ঞার বিরুদ্ধে প্রতিবাদ হচ্ছে
https://parstoday.ir/bn/news/event-i150394
পার্সটুডে– ফিলিস্তিনের দখলকৃত ভূখণ্ডে মানবাধিকার বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত ফ্রানচেস্কা আলবানিজের ওপর নিষেধাজ্ঞা আরোপ করায় সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
(last modified 2025-07-15T13:13:51+00:00 )
জুলাই ১৪, ২০২৫ ১৭:৪৭ Asia/Dhaka
  • ফ্রানচেস্কা আলবানিজ
    ফ্রানচেস্কা আলবানিজ

পার্সটুডে– ফিলিস্তিনের দখলকৃত ভূখণ্ডে মানবাধিকার বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত ফ্রানচেস্কা আলবানিজের ওপর নিষেধাজ্ঞা আরোপ করায় সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

জাতিসংঘের মানবাধিকারবিষয়ক এই দূত গাজা পরিস্থিতি নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছেন, যেখানে তিনি বলেছেন- ইসরায়েলি বাহিনীর অপরাধযজ্ঞ কোনো আকস্মিক ট্র্যাজেডি নয় বরং এটি কিছু মানুষের জন্য এক ধরনের অর্থনৈতিক উৎস। কিছু মানুষ ফিলিস্তিনিদের রক্তের মাধ্যমে মুনাফা অর্জন করছে।

এরপর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বুধবার তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দেন।  রুবিও দাবি  করেন, তাদের জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলে রাজনৈতিক ও অর্থনৈতিক যুদ্ধ চালাচ্ছেন আলবানিজ। আমেরিকার নিষেধাজ্ঞা এবং পদক্ষেপ এক্স ব্যবহারকারীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে, যার কিছু অংশ নিচে তুলে ধরা হলো:

নোবেল শান্তি পুরস্কার

এক্স ব্যবহারকারী Laurent Joyeux লিখেছেন:
"ফ্রানচেস্কা আলবানিজে-কে নোবেল শান্তি পুরস্কার দেওয়া উচিত।"
https://x.com/JoyeuxLaurent2/status/1944478001191645547

মার্কিন মিথ্যাচার

 

ইরানি ব্যবহারকারী মোহাম্মদ মালি লিখেছেন:
"একই দিনে আমেরিকা 'হায়াত তাহরির আশ-শাম'-এর নাম সন্ত্রাসী তালিকা থেকে বাদ দিয়েছে, যা আসলে আল-কায়েদার সিরীয় শাখা। অন্যদিকে, তারা ফ্রানচেস্কা আলবানিজের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে, যিনি জাতিসংঘের মানবাধিকার বিশেষজ্ঞ। এতটাই মিথ্যাবাদী ও ভণ্ড এরা।"
https://x.com/mohammademali/status/1943312908668010561

নীরবতা নয়

 

হাওয়ার্ড বেকেট লিখেছেন:
"গাজায় গণহত্যার ঘটনা ফাঁস করার ক্ষেত্রে ফ্রানচেস্কা আলবানিজের ভূমিকা প্রশংসনীয়। তিনি চুপ থাকেননি।"
https://x.com/BeckettUnite/status/1944073460222689642

মানবাধিকারের দাবিদারদের নীরবতা

 

দারিও কারোতেনুতো লিখেছেন:
"যখন মানবাধিকার কর্মীদের বিরুদ্ধে মিথ্যা প্রচার চলে টেলিভিশনে, কেউ কিছু বলে না। ফ্রানচেস্কা আলবানিজেকে শুধু সত্য বলার জন্যই আক্রমণ ও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। কিন্তু আমরা চুপ করে থাকব না। আমি গাজামুখী মুক্তি নৌবহরে আছি। সত্যের কণ্ঠ রোধ করা যাবে না।"

https://x.com/Dario5S/status/1944390024352481551

এই যুগের উজ্জ্বলতম মানুষ

 

GEORGE ISAAC SIMAN লিখেছেন:
"ফ্রানচেস্কা আলবানিজ আমাদের সময়ের অন্যতম উজ্জ্বল ও মানবতাবাদী মানুষ।"
https://x.com/simangeo/status/1944066824607342925

লজ্জাজনক সিদ্ধান্ত

 

ইরানি নারী হামিদা বাগেস্তানি লিখেছেন:
"যুক্তরাষ্ট্র লজ্জাজনকভাবে ও অবৈধভাবে জাতিসংঘের এই সাহসী ও নীতিবান নারীর ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে, যিনি গাজার নিপীড়িতদের জন্য দাঁড়িয়েছেন। এই ধরনের প্রতিবেদনগুলো মানবতার চেতনা জাগায়। আমাদের তার পাশে দাঁড়াতে হবে।"
https://x.com/hbaghestany/status/1943442010611859515

আমেরিকা ও ইসরায়েলের জোট

 

গিমোরিসো লিখেছেন:
"ফ্রানচেস্কা আলবানিজের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, কারণ তিনি ইসরায়েলি সরকারের প্রতিদিনকার অপরাধ তুলে ধরেছেন। আসলে আমেরিকা ও ইসরায়েল একসঙ্গে এই ঘৃণ্য কাজের অংশীদার।"
https://x.com/fawollo13/status/1944358526589043027

সত্যের কণ্ঠ থামানো যাবে না

 

মানবাধিকার কর্মী মেডিয়া বেনজামিন লিখেছেন:
"ফ্রানচেস্কা, আমরা তোমায় ভালোবাসি। গাজা তোমায় ভালোবাসে। তোমার মতো সাহসীদের কখনো চুপ করানো যাবে না, তোমরা সত্য প্রকাশকারী।"

https://x.com/medeabenjamin/status/1943068261844754849

পার্সটুডে/এসএ/১৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।