গাজায় গির্জার ওপর ইসরাইলের সন্ত্রাসী হামলা
https://parstoday.ir/bn/news/event-i150458
পার্সটুডে: গাজার একমাত্র ক্যাথলিক গির্জার ওপর ইহুদিবাদী ইসরাইলের সন্ত্রাসী হামলার ঘটনায় ইউরোপীয় দেশ ইতালির প্রধানমন্ত্রী একটি বিবৃতি দিয়েছেন।
(last modified 2025-07-17T11:37:40+00:00 )
জুলাই ১৭, ২০২৫ ১৭:৩৩ Asia/Dhaka
  • গাজায় গির্জার ওপর ইসরাইলের সন্ত্রাসী হামলা
    গাজায় গির্জার ওপর ইসরাইলের সন্ত্রাসী হামলা

পার্সটুডে: গাজার একমাত্র ক্যাথলিক গির্জার ওপর ইহুদিবাদী ইসরাইলের সন্ত্রাসী হামলার ঘটনায় ইউরোপীয় দেশ ইতালির প্রধানমন্ত্রী একটি বিবৃতি দিয়েছেন।

ইতালীয় সংবাদ সংস্থায় ওই সংবাদ প্রকাশের পর হতাহতের ব্যাপারে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ওই বিবৃতি জারি করেন। আল-আলম নিউজ নেটওয়ার্কের বরাত দিয়ে পার্সটুডে আরও জানায়, ইতালীর প্রধানমন্ত্রী আজ (বৃহস্পতিবার) ঘোষণা করেছেন, গাজায় ক্যাথলিকদের একমাত্র গির্জাকে লক্ষ্য করে ইসরাইল হামলা চালিয়েছে।

ইতালীয় সংবাদ সংস্থা এএনএসএ আজ আরও জানিয়েছে গাজার ওই ক্যাথলিক গির্জার ওপর ইহুদিবাদী সেনাবাহিনীর আজকের হামলায় অন্তত ২ জন নিহত হয়েছে।

অন্যান্য পশ্চিমা দেশগুলোর মতো ইতালিও গাজায় গণহত্যার শুরু থেকেই 'ইসরাইলের আত্মরক্ষার অধিকার' নিয়ে কথা বলে এসেছে। কিন্তু ইতালির প্রধানমন্ত্রী আজ বেসামরিক নাগরিকদের ওপর 'অগ্রহণযোগ্য' হামলার নিন্দা জানিয়ে একটি বিবৃতি জারি করেছেন।

সর্বশেষ খবর অনুযায়ী, গাজায় ইহুদিবাদী ইসরাইলের হামলায় কমপক্ষে ৫৮ হাজার মানুষ শহীদ হয়েছেন, যার মধ্যে ২০ হাজার শিশুও রয়েছে।  আরও প্রায় ১ লাখ ৪০ হাজার ফিলিস্তিনি আহত হয়েছেন।

জর্জিয়া মেলোনি বলেন: গাজায় ইসরাইলি হামলার ঘটনায় পবিত্র পরিবারের গির্জাও ক্ষতিগ্রস্ত হয়েছে। বিবৃতিতে  উল্লেখ্ করা হয়েছে ইতালিই ভ্যাটিকান চার্চের আয়োজক।#

পার্সটুডে/এনএম/১৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।