গাজায় ৮৪ জন ফিলিস্তিনি শিশু ক্ষুধায় মারা গেছে
https://parstoday.ir/bn/news/event-i150672-গাজায়_৮৪_জন_ফিলিস্তিনি_শিশু_ক্ষুধায়_মারা_গেছে
পার্সটুডে-গাজার শিফা হাসপাতালের পরিচালক ক্ষুধায় মারা যাওয়া শিশুর সংখ্যা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পাচ্ছে বলে জানিয়েছেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জুলাই ২৫, ২০২৫ ১৮:৩৩ Asia/Dhaka
  • রুটির সন্ধানে গাজায় ৮৪ জন ফিলিস্তিনি শিশু ক্ষুধায় মারা গেছে
    রুটির সন্ধানে গাজায় ৮৪ জন ফিলিস্তিনি শিশু ক্ষুধায় মারা গেছে

পার্সটুডে-গাজার শিফা হাসপাতালের পরিচালক ক্ষুধায় মারা যাওয়া শিশুর সংখ্যা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পাচ্ছে বলে জানিয়েছেন।

তিনি বলেছেন: এখন পর্যন্ত ৮৪ জন শিশু এক টুকরো রুটি খুঁজে পেতে গিয়ে মারা গেছে এবং এই সংখ্যা এখনও বাড়ছে।

গাজার শিফা হাসপাতালের পরিচালক "মোহাম্মদ আবু সোলায়মা" আজ (শুক্রবার) এই তথ্য জানান। তিনি আরও বলেন ক্ষুধার শিকারদের মধ্যে একজন ডায়াবেটিস রোগীও ছিলেন। ওই রোগী সঠিক চিকিৎসা, খাবার-দাবার এবং প্রয়োজনীয় স্বাস্থ্য সেবার অভাবে মারা যান। এই পরিস্থিতি সহজেই গাজার পুষ্টি ও চিকিৎসা সংকট যে কতো তীব্র তা প্রমাণ করে। তিনি আরও বলেন: বর্তমান পরিস্থিতি অপুষ্টির বাইরেও অনেক বিস্তৃত। শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত সকল বয়সের মানুষের মধ্যেই অপুষ্টির এই ভয়াবহতা সুস্পষ্টভাবে তুলে ধরছে।#

পার্সটুডে/এনএম/২৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।