হামাস শর্ত প্রত্যাখ্যান করলে গাজা শহর ধ্বংস করার হুমকি দিয়েছে ইসরায়েল
ইসরায়েলের সামরিক বিষয়ক মন্ত্রী হুমকি দিয়েছেন যে যদি ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস অস্ত্র সমর্পণসহ তেল আবিবের অসম্ভব শর্তাবলী মেনে না নেয়, তাহলে গাজা শহর ধ্বংস করে দেয়া হবে।
জাতিসংঘের জরুরি আবেদন সত্ত্বেও ইসরায়েলি বাহিনী প্রায় দশ লাখ বাস্তুচ্যুত বেসামরিক নাগরিকের বাসস্থান গাজায় পূর্ণ মাত্রায় আক্রমণের প্রস্তুতি নিচ্ছে যা সাহায্য সংস্থাগুলো "অকল্পনীয়" মাত্রার দুর্ভিক্ষ এবং ধ্বংস হিসাবে বর্ণনা করে।
শুক্রবার সোশ্যাল মিডিয়ায় ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ বলেছেন, "যতক্ষণ না হামাস যুদ্ধ শেষ করার জন্য ইসরায়েলের শর্তাবলী প্রাথমিকভাবে সমস্ত বন্দীদের মুক্তি এবং তাদের নিরস্ত্রীকরণে সম্মত হয় ততক্ষণ পর্যন্ত গাজায় "শীঘ্রই, নরকের দরজা খুলে যাবে।''
"যদি তারা একমত না হয়, তাহলে হামাসের রাজধানী গাজা রাফা এবং বেইত হানুন হয়ে যাবে," তিনি আরো বলেন, ইসরায়েলের প্রায় দুই বছর ধরে চলা গণহত্যার যুদ্ধে ধ্বংসস্তূপে পরিণত হওয়া এই অঞ্চলের দুটি শহরকে অধিগ্রহণ করার নির্দেশ দেয়া হয়েছে। এই হুমকি ইসরায়েলের গাজা শহর দখলের সামরিক পরিকল্পনার সাথে মিলে যায় যেখানে তা করার জন্য ৬০,০০০ পর্যন্ত রিজার্ভ সৈন্য মোতায়েন করা হবে।
জাতিসংঘের কর্মকর্তারা সতর্ক করে দিয়েছেন যে এই আক্রমণের ফলে আবারও ব্যাপক বাস্তুচ্যুতির ঢেউ শুরু হবে, যা মানবিক সংকটকে আরও জটিল করে তুলবে যেখানে খাদ্য, জ্বালানি এবং ওষুধের উপর ইসরায়েলের অবরোধের কারণে লাখ লাখ মানুষ ইতিমধ্যেই অনাহারে রয়েছে।
সাহায্যকারী গোষ্ঠীগুলো বলছে যে অবরোধ গাজাকে "শিশুদের বিরুদ্ধে যুদ্ধ"-এ পরিণত করেছে, গাজা শহরের অন্তত তিনজনের মধ্যে একজন শিশু এখন অপুষ্টিতে ভুগছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বৃহস্পতিবার রাতে বলেন যে তিনি গাজায় আটক থাকা বাকি সকল বন্দীকে "ইসরায়েলের কাছে গ্রহণযোগ্য শর্তে" মুক্তি দেওয়ার জন্য "তাৎক্ষণিক আলোচনার" নির্দেশ দিয়েছেন।
নেতানিয়াহু দাবি করেছেন যে বন্দীদের মুক্তির চাপ এই উপত্যকার বৃহত্তম শহর গাজা শহর দখলের লক্ষ্যে আক্রমণের সাথে থাকবে। তবে, নেতানিয়াহু মধ্যস্থতাকারীদের সর্বশেষ যুদ্ধবিরতি প্রস্তাবের কোনো আনুষ্ঠানিক উল্লেখ করা থেকে বিরত থাকেন, যা হামাস এই সপ্তাহের শুরুতে গ্রহণ করেছে।#
পার্স টুডে/এমবিএ/২২
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।